অনলাইন
বুধবারও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা অন্তত ৬০টি পোশাক কারখানার
বাংলারজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
বুধবারও বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। এতে অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শিল্প পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে জিরাবো এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। পরে সকাল সাড়ে আটটার দিকে বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকেরা চালু থাকা বিভিন্ন কারখানার সামনে এসে বিক্ষোভ করেন। শ্রমিকদের সঙ্গে চাকরিপ্রত্যাশীরাও যোগ দিলে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
এদিকে সকালে পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সামনে টিফিন ভাতা, হাজিরা বোনাস ৮০০ টাকা করা, বার্ষিক বেতন বাড়ানো মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তবে কারখানায় হামলা ঠেকাতে কারখানার সামনে অবস্থান নিয়েছেন কিছু শ্রমিক।
আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার বলেন, শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় আসেন। পরে বিভিন্ন কারখানার সামনে তারা বিক্ষোভ করেন। পরে আশুলিয়ার অন্তত ৬০টি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। তবে এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।
কল-কারখানা বন্ধ করা কোন সমাধান নয়। শ্রমিকদের সঙ্গে আলোচনা করুন। তারা যা চাচ্ছে তা বাস্তব সম্মত কিনা । না তারা ষড়যন্ত্রের ফাদে পা দিচ্ছে। প্রয়োজনে ছাত্র নেতারা যথার্থ প্রটোকল নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করলে ভাল হয়।