অনলাইন
বৃটেনে পাড়ি দিতে গিয়ে ইংলিশ চ্যানেলে ডজন খানেক অভিবাসীর মৃত্যু
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(২ সপ্তাহ আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
ইংলিশ চ্যানেল দিয়ে অবৈধভাবে বৃটেনে পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ১২ অভিবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ফরাসি মিডিয়া ও বিবিসি এ খবর দিয়েছে। জানা যায়, ফ্রান্সের একটি উপকূল থেকে কয়েকডজন অভিবাসী বৃটেনের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাত্রা শুরু করে, এর কিছুক্ষণ পর নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় এতে প্রায় ১২ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অনেকে।
এএফপি এবং লা ভয়েক্স ডু নর্ড সংবাদপত্র উভয়ই মৃত্যুর খবর দিয়েছে। ফরাসি কোস্টগার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে, উদ্ধার অভিযান শেষে পূর্ণ তথ্য প্রকাশ করবে।