প্রবাস
পর্তুগালের লিসবনে নজরুল ইসলাম স্বরণে কবিতা উৎসব
অনলাইন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৩১ আগস্ট ২০২৪, শনিবার, ৭:০১ অপরাহ্ন
পর্তুগালের রাজধানীর লিসবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বরণে কবিতা উৎসব করেছে পর্তুগাল সাহিত্য সংসদ। ৩০শে আগস্ট শুক্রবার লিসবনের একটি হোটেলে এই উৎসব পালন করা হয়। সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক প্রান্ত সাহ এবং নারী বিষয়ক সম্পদাক রুনা আক্তারের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মান্যবর রাস্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ দূতাবাস লিসবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া খাতুন রানা, প্রধান উপদেষ্টা পর্তুগাল সাহিত্য সংসদ। রনি হোসাইন, উপদেষ্টা পর্তুগাল সাহিত্য সংসদ। রাজিব আল মামুন, উপদেষ্টা পর্তুগাল সাহিত্য সংসদ। রাসেল আহমেদ, সভাপতি, পর্তুগাল বাংলা প্রেসক্লাব। জামিল আকবর শামিম, চিত্রশিল্পী। রনি মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল বাংলা প্রেসক্লাব। আবু ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্দ্যোগক্তা। মো. জহিরুল ইসলাম, সত্ত্বাধিকারী জহির ক্যাশ অ্যান্ড কারী। কামাল হোসেন, প্রধান উপদেষ্টা কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল। দিদারুল ইসলাম স্বত্বাধিকারী, বাংলা উইংস ট্রাভেলস। মাছুম আহম্মেদ, স্বত্বাধিকারী ভিআইপি ট্রাভেলস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি। পর্তুগাল সাহিত্য, স্বপ্নীল নিশান সহ-সভাপতি, পর্তুগাল সাহিত্য সংসদ। হাফিজ আল আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক। আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক। নাঈমা বিধী, সহ-সাংগঠনিক সম্পাদক, পর্তুগাল সাহিত্য সংসদ। ইসরাত জাহান ঝুম, কবি ও সাহিত্যিক। কবি নজরুল গবেষক ও সংগীত শিল্পী, মোস্তফা আনোয়ার। কবি সাহিত্যিক, গীতিকার ও সুরকার আদনান মুনসুর। তারিকুল ইসলাম আশিক, লেখক ও সাংবাদিক। জহিরুল ইসলাম মুন লেখক ও সাংবাদিক। আনোয়ার এইচ খান ফাহিম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন। খাইরুল কবির শিমুল, কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল, সাংগঠনিক সম্পাদক। মাহাবুব আলম, সহ-প্রচার সম্পদাক, পর্তুগাল সাহিত্য সংসদ। হাবিবুল্লাহ হাবিব দপ্তর সম্পাদক, পর্তুগাল সাহিত্য সংসদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরনে কবিতা উৎসবকে দুটি অংশে বিভক্ত করে অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথম পর্বে বিদ্রোহী কবির জীবনী নিয়ে আলোচনা, ২য় পর্বে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে কবিতা, নৃত্য ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন মান্যবর রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ দূতাবাস লিসবন।