অনলাইন
জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ২৮ আগস্ট ২০২৪, বুধবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতকে নিষিদ্ধ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে সে সময় গত ১লা আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত হয়। তবে কখন, কোথায় এ সংক্রান্ত শুনানি হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
পাঠকের মতামত
Alhamdulillah, justice established.
Alhamdulillah, Borman somoy, Bangladeshe Jamate Islami Sobtheke Desh Premic Dal. Jamate Islamir Hate Bangladesher Sadinota /SarboBhomotto Nirapad.
আলহামদুলিল্লাহ।
Good Decision.
আলহামদুলিল্লাহ।
মিলন আজাদ সাহেব, আপনার মাথার মধ্যে এখনো আওয়ামী ভুত ভর করে আছে। দূর্নীতি মুক্ত দল, দেশ প্রেমিক দল যদি বাংলাদেশে থাকে জামায়াতে ইসলামী তার মধ্যে প্রথম সারীর দল। অতএব মিথ্যা প্রপাগান্ডা করে লাভ নাই। দেশের মানুষ এখন জেগে উঠেছে। ভারতের দালালেরা এই মুহুর্তে বাংলা ছাড়।
শোকর আলহামদুলিল্লাহ। হাজার শোকর।
সত্য আসলে মিথ্যা দূরে চলে যায়, যেমন আলো আসিলে আঁধার দূরে চলে যায়, আলহামদুলিল্লাহ উপমহাদেশের সবচাইতে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সব বাধা পেরিয়ে আলোর বাতি নিয়ে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ ------ সকল প্রশংসা মহান রাব্বুল আ'লামিনের
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি।
জামায়াতে ইসলামী একটি কলংকিত দল সমগ্র উপমহাদেশে এ দল ভবিষ্যৎের রাজনীতিকে কলুষিত করবে।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ------ সকল প্রশংসা মহান রাব্বুল আ'লামিনের। জামায়াতে ইসলামী এখন শিকল মুক্ত একটি নাম ও সংগঠন। জামায়াতে ইসলামি অচিরেই তাদের নির্বাচনী প্রতিক দাড়িঁপাল্লাও ফিরে পাবে ইনশাআল্লাহ ------ এটাই জাতির প্রত্যাশা। আমীন।
শোকর আলহামদুলিল্লাহ। হাজার শোকর।