ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

প্রবাস

জার্মান আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:১২ অপরাহ্ন

mzamin

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে জার্মানিতে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করেছে বার্লিন আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যা ৬টায় বার্লিনের একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। সভায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান (মাসুদ) এবং সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরি ও বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষ।

সভায় বক্তব্য রাখেন কবি দাউদ হায়দার, রানা ভূঁইয়া, শাহ আলম, শেখ রেদোয়ান, ওয়াদুত মিয়া, পরাগ আলম, প্লাবন ভুইয়া, রিমন আহমেদ, আলম, রুবেল শরিফ, নুরুল হক, বদিউজজামান, রনি মাতুব্বরসহ আরও অনেকে। বক্তারা বঙ্গবন্ধুর অবদান এবং তার পরিবারের আত্মত্যাগ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধান বক্তা নূরে আলম সিদ্দিকী রুবেল প্রবাসে দলের দুঃসময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি মিজানুর হক খান বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। শোক সভায় ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status