খেলা
১১০০ কোটি টাকায় অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজ
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবার৬ মৌসুমের জন্য স্পেনিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে তুলে নিলেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে ম্যানচেস্টার সিটি থেকে দলে ভেড়াতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে অ্যাটলেটিকো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকা)। রোববার আলভারেজের সঙ্গে চুক্তির ব্যাপারে এক বিবৃতিতে অ্যাটলেটিকো মাদ্রিদ বলেছে, ‘দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আলভারেজের সঙ্গে ছয় মৌসুমের জন্য চুক্তি হয়েছে আমাদের।’ স্পেনিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আলভারেজের জন্য ট্রান্সফার ফি হিসেবে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে অ্যাটলেটিকো। এ ছাড়া বোনাস হিসেবে দেবে আরও ১ কোটি ইউরো। ২৪ বছর বয়সী আলভারেজকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে রিভার প্লেট থেকে দলে নিতে সিটি খরচ করেছিল মাত্র ১ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালের জানুয়ারিতে সিটিতে নাম লেখানো আলভারেজ দুই মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন দু’টি প্রিমিয়ার লীগ ও একটি চ্যাম্পিয়নস লীগ। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা আলভারেজ এ বছর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর সিটির সমর্থকদের কাছ থেকে আলভারেজ বিদায় নিয়েছেন। ম্যানসিটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘আজ আমি অনেক আবেগ নিয়ে অসাধারণ এই ক্লাবটিকে বিদায় বলছি। এ দুই বছর খুব বিশেষ হয়ে থাকবে। এই সময়ে আমি একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং অনেক কিছু শিখেছি।’ ম্যানসিটির একাদশে নিয়মিত জায়গা পাচ্ছিলেন না তিনি। নতুন কোনো ক্লাবে গিয়ে আরও বেশি সময় মাঠে থাকার পরিকল্পনা ছিল তার। সিটিতে মূলত তাকে খেলানো হয়েছে আর্লিং হালান্দের বিকল্প হিসেবে। আসন্ন মৌসুমেও যে তিনি শুরুর একাদশে নিয়মিত খেলতে পারবেন, সেই নিশ্চয়তাও সিটির কোচ পেপ গার্দিওলা আলভারেজকে দেননি। আলভারেজকে শুভকামনা জানিয়ে গার্দিওলা বলেন, ‘তার আচরণের জন্য এখানে তাকে সবাই খুব ভালোবাসত। কিন্তু আমি আগেও অনেকবার অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে যেমনটা বলেছি, আবারও সেই কথাই বলছি- সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়, তাই যাচ্ছে। তার জন্য শুভকামনা’।
এর আগে ম্যানসিটির হয়ে দুই মৌসুমে ৩৬ গোল করেন আলভারেজ। অ্যাটলেটিকো যাওয়ার পর আলভারেজ নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন। ফলে বাড়তে পারে গোলও। স্পেনিশ তারকা আলভারো মোরাতা যদি অ্যাটলেটিকো ছেড়ে এসি মিলানে যান, তাহলে আলভারেজ হবেন আক্রমণে দলের মূল কান্ডারি। অ্যাটলেটিকোতে আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে আছেন, ফলে ভালো সুযোগ পাওয়ারও সম্ভাবনা।