ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

যে কোন ধরনের নাশকতা প্রতিহতে বিএনপি প্রস্তুত: রবিউল আলম

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:০৫ অপরাহ্ন

mzamin

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের নাশকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা -১০ আসনে সর্বশেষ  বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানায় সুধী সমাজের গণ্যমান্য স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় হাজারীবাগ থানা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক সদস্য আবুল খায়ের লিটন ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি উপস্থিত ছিলেন।

শেখ রবিউল আলম বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। তিনি বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও ভিনদেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানান রকম অপকর্ম ও চক্রান্তে লিপ্ত। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

এই বিএনপি নেতা বলেন, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই দরকার। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য।
তিনি এসময় সবাইকে নিজ নিজ এলাকায় সামাজিক নিরাপত্তাবলয় তৈরির আহবান জানিয়ে বলেন আমাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের ওপর যেকোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যেকোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে হাজারীবাগবাসীকে সচেতন থাকতে হবে।

রবি বলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসানালয়কে টার্গেট করেছে একটি চক্র। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সমাজের মুরুব্বি হিসেবে আপনাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। বিএনপির নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে।

মতবিনিময় সভা শেষে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সরকারী স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 
এ সময় হাজারীবাগ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ধরা পড়লেই সোজা গণপিটুনি।

জেনিফার সুলতানা
১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৯:৪৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status