ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

মালদ্বীপে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি

(৫ মাস আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ৭:২১ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে আবু সাঈদ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ আগস্ট) রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে মালদ্বীপ বিএনপি'র আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপি'র সভাপতি মো. খলিলুর রহমান। এসসয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন‍্যেও দোয়া করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রপূর্ণ উদ্ধারের লড়াইকে খুনি শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে  বাংলাদেশের ছাত্র-জনতা পূর্ণ উদ্ধার করছে।  দেশের জনগণ যুগে যুগে স্বর্ণাক্ষরে  লিখে রাখবেই তাদের নাম। তেমনি ভাবে এদেশের মানুষের হৃদয়ের মণিকটায়  স্থান করে নিয়েছিলেন গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র দেশনায়ক  তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপিকে দলীয় সকল কর্মসূচি অতীতের ন্যায় পালন করে যাবো। পরিশেষেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মো: এমরান হোসেন তালুকদার,   সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক ওমর ফারক অনিক ও সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান,  ক্রিয়া সম্পাদক মো. মামুন, সহ ক্রিয়া সম্পাদক সুফি আহমেদ,  মনির হোসেন, খায়রুল আমিন, করিম রানা, মো. মামুন, মো. পিয়াস, প্রমুখ। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status