প্রবাস
ছাত্রজনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মেলবোর্ন বিএনপির দোয়া মাহফিল
অষ্ট্রেলিয়া থেকে সংবাদদাতা
(১ মাস আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৬ অপরাহ্ন
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মেলবোর্ন-ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স এ বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রাশেদুল হক । তিনি বলেন, “ছাত্রজনতার আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আমাদের দলীয় অনেক ভাই শহীদ হয়েছেন। আমরা ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জালাল আহমেদ কুমু ও তৌহিদ পাটোয়ারী। সভাটি পরিচালনা করেন সাবেক অস্ট্রেলিয়া ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ। জালাল আহমেদ কুমু তার বক্তব্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের উচিৎ হবে যত দ্রুত সম্ভব একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। মাহফিলের সভাপতিত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি। যারা আন্দোলনে নিহত হয়েছেন তাঁদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনভাবেই বৃথা যেতে দিবনা।