ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ছুটির ঘণ্টা বাজছে সাকিবের!

স্পোর্টস রিপোর্টার
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবারmzamin

১২ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছুটি দিয়েছিল সাকিব আল হাসানকে। তিনি বর্তমানে কানাডায় খেলছেন গ্লোবাল টি-টোয়েন্টি লীগে। ধারণা করা হচ্ছিল দেশে ফিরে  ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবেন সাকিব। এরপর পাকিস্তান সফরে টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল দলের সঙ্গে ১৭ই আগস্ট। তবে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ছুটির ঘণ্টা বাজতে শুরু করেছে। আওয়ামী লীগ থেকে নির্বাচন করে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হয়ে খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপ শেষে তিনি জানিয়েছিলেন পাকিস্তানে টেস্ট সিরিজে খেলবেন। পরে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিয়ে (এনওসি) প্রথমে যুক্তরাষ্ট্র  মেজর ক্রিকেট লীগ খেলেন এরপর অংশ নেন কানাডার গ্লোবাল টি- টোয়েন্টি টুর্নামেন্টে। এবার তার থাকার কথা পাকিস্তান সফরে। তবে তিনি খেলবেন কিনা সেটি জানেন না নির্বাচকরা। কারণ তার খেলা না খেলার বিষয়টি তিনি সরাসরি বিসিবি কর্তাদেরই জানাতেন। তবে ছাত্র বিল্পবে তার দল আওয়ামী লীগ এখন আর সরকারে নেই। এরই মধ্যে রাষ্ট্রপতি সংসদও বিলুপ্ত ঘোষণা করেছেন। নিরাপত্তার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন দেশের বাইরে। দলের কর্মীরাও আর প্রকাশ্যে নেই। শুধু তাই নয়, আন্দোলনে সাকিব ছাত্রহত্যার বিপক্ষে কোনো কথা না বলেও বিতর্কিত। যে কারণে সঙশ্লিষ্ট অনেকের মতে, জাতীয় দলে সাকিবকে রেখে জনরোষে পড়তে চাইবেন না নির্বাচকরা। যদিও জাতীয় দলের কোনো নির্বাচকই এ নিয়ে মুখ খোলেননি। তবে বিসিবি’র ক্রিকেট কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিবের ব্যাপারে ভাবনার কথা। তিনি বলেন, ‘সাকিব এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। বিসিবি’র নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল (পাকিস্তান সফরের) ঘোষণা করেনি। সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসি’র কোনো বিষয় আসছে না।’

ছাত্র আন্দোলনের সময় সাকিবের যে ভূমিকা তা নিয়ে তিনি আছেন জনরোষে। এরই মধ্যে কানাডাতে খেলার সময় দর্শকদের সঙ্গে এ নিয়ে জড়িয়েছেন বিবাদে। শেখ হাসিনার পদত্যাগের পরও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মাঠেই তাকে গাল-মন্দ করেছেন। ভুয়া ভুয়া বলে স্ল্লোগান দিচ্ছেন। এমন অবস্থায় নির্বাচকরা তাকে দলে নিয়ে নিজেদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে চান না। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষপর্যন্ত পাকিস্তান সফরে যে দল ঘোষণা হবে সেখানে রাখা হচ্ছে না দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে। অতিদাম্ভিক এই ক্রিকেটার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন হলেও নানা বিতর্কে জড়িয়ে বারবার হারিয়েছেন সম্মান। সবশেষ বিশ্বকাপেও তিনি সংবাদমাধ্যমে বিরূপ আচরণ করেছেন। নিজের ব্যর্থতা ঢাকতেই সবসময় তিনি থাকেন মারমুখী। বাঁকা বাঁকা উত্তর দেয়া ছিল তার জন্য সাধারণ বিষয়। এমপি হওয়ার পর তার ক্ষমতা আরও বেড়ে যায় তখন তার আচরণ হয়ে ওঠে আরও বেপরোয়া। বিসিবি সভাপতিকেও তিনি পাত্তা দিতে চাইতেন না। 
১২ই আগস্ট পর্যন্ত এনওসি (যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলার) রয়েছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেয়ার কথা। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি তার হয়তো আর জাতীয় দলে ফেরা হবে না। একটি সূত্রের দাবি তার আচরণের কারণেই জাতীয় দল থেকে অবসর ঘোষণা ছাড়াই হয়তো বাদ পড়বেন এই ক্রিকেটার। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু করতে চায় বিসিবি। এ বিষয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘আল্‌হামদুলিল্লাহ্‌ আজকে আমরা ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না।’ 

মিরপুর শেরেবাংলা মাঠের নিরাপত্তা নিয়ে শঙ্কা
সারা দেশে ছাত্র আন্দোলন চলার সময় মিরপুর শেরেবাংলা মাঠে হামলা হয়। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যর্থতা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নানা মন্তব্য, সরকারদলীয় এমপি হয়ে সাকিব ও মাশরাফির ছাত্র আন্দোলনে নীরবতা- সবকিছুই ক্রিকেটপ্রেমীদের মনে হতাশা ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার দেশের সরকার পতনের পর অনেকেই তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আবার মাঠে বর্তমানে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেখানে ঢুকে পড়ছে বহিরাগতরা। বিশেষ করে গতকাল ‘এ’ দলের অনুশীলনের সময় এই ঘটনা ঘটতে দেখা যায়। তাসকিন আহমেদ সেখান থেকে ফিরছিলেন ড্রেসিংরুমের দিকে। ততক্ষণে গ্র্যান্ডস্ট্যান্ডে জড়ো হয়েছেন একদল বহিরাগত মানুষ।  সেখান থেকে কয়েকজন তাসকিনের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। নিরাপত্তা নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘বাংলাদেশ আর্মির যে প্যাট্রল টিম আছেন, ওনারা ৬ই আগস্ট থেকে আমাদের এখানে একবার ঘুরে যান। এটা তাদের রুটিনওয়ার্ক। নিরাপত্তার কোনো হুমকির জন্য নয়। তারা যেভাবে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, এটা তারই একটা অংশ।’ হঠাৎ বিসিবিতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে ক্রিকেটাররা। নিরাপত্তাহীনতাও আছে। বহিরাগতদের আরেকটি দলকে দেখা গেল স্টেডিয়ামের ২ নম্বর গেটের ভেতরে। বিষয়টি নিয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘আগেও দেখেছি, যখন ক্ষমতার পালাবদল হয়, তখন এমন হয়। আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। সারা দেশে কিন্তু পরিস্থিতি একটু অনিশ্চিত। আমরা আশা করছি, দুই-এক দিনের মধ্যে সারা দেশ যেমন স্বাভাবিক গতিতে ফিরবে, ক্রিকেট বোর্ডও স্বাভাবিক গতিতে চলবে।’

পাঠকের মতামত

Drop Sakib immediately. We don't like to hear this name any more.Mashrafi already out....

minhaz
১২ আগস্ট ২০২৪, সোমবার, ১০:২৬ পূর্বাহ্ন

Thanks baggali very good wait another 15 years then again new freedom start

Rafi
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪৮ অপরাহ্ন

জাতি যাদের ভালবাসেন তাদের মধ্যে সাকিব ও মাশরাফি অন্যতম। এখন দুজনেই চরম ঘৃনার পাত্র। নষ্ট রাজনীতিতে ক্ষমতার সিড়ি বেয়ে উপরে উঠতে চেয়েছিলেন। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে।

Shohidullah
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪৫ অপরাহ্ন

অনেক হইছে, এইবার সাকিবকে দলের বাইরে রাখাই সমীচীন হবে। কারণ এখন ওনি টিমের মধ্যে গণ্ডগোল পাকাতে পারেন। কারণ ওনি আওয়ামীলীগের এমপি ছিলেন ?? আওয়ামীলীগ মানেই গণ্ডগোলের শিরোমণি ?? পরাজিত হয়েও এখন টাকা দিয়ে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ডাকাতি করছে রাতের আধারে ?? সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু এই আওয়ামীলীগকে বিশ্বাস করা খুব কঠিন। দেশের ও দলের জন্য ভালো হবে তাকে বিদায় করে দিলে ??

ইকবাল মাহমুদ
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ২:১৮ অপরাহ্ন

ওকে দলে না রাখাই বরং ভালো হবে, আর শাহরিয়ার নাফিসকে বিসিবির ভালো কোন পজিশনে রাখা যায় কিনা ভাবতে হবে।

হোসাইন
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৫ অপরাহ্ন

৭ মাসের এমপি সাকিবের প্রতি গভীর সমবেদনা!

মোহাম্মদ আলী রিফাই
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১:৪৫ অপরাহ্ন

@hilal মানতে পারলাম ভাই। আমরা ইতিহাস দ্রুত ভুলে যাই বলে হয়তো এমনটা বলছি। যার কারণ ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে চিনেছিল তাকে ক্রিকেটে ফিরতে দেয়া হয়নি। সে বাংলাদেশের শচিন টেন্ডলকারখ্যাত মোহাম্মাদ আশরাফুল। স্বীকার করতে হবে সেইও ম্যাচ ফ্রিশিংইয়ের মতো অমার্জনীয় ভুল করেছিল। এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সাজা ভোগ করে ক্রিকেটে নিয়োমিত হতে চেয়েছিল কিন্তু একে আর অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেয়া হয়নি।

কাজী এনাম
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন

ভাই যাই বলিনা কেন এই সাকিব এর কারণেই বাংলাদেশ ক্রিকেট কে ওয়ার্ল্ড এর সবাই চিনেছে....

hilal
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন

সাকিব মানেই শয়তান

রুবেল
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:২২ পূর্বাহ্ন

সাকিবের নিজ থেকেই অবসরে যাওয়া উচিত। তরুনদের গড়ে তোলার জন্য এটাই হবে বুদ্ধিমানের কাজ।

জাহাঙ্গীর আলম
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৫ পূর্বাহ্ন

আনদোলনের সময় যখন ছাএ-জনতা নির্বিচারে মরছে তখন এই মাদারবোর্ড ও তার দালাল বউ সাফারি পার্কের ছবি পোস্ট দিয়েছে। কতটা অমানবিক হলে এ কাজ করা যায়? এই মানব নামের জানোয়ার কে বাংলাদেশে ধরে এনে ছাএ জনতার হাতে ছেড়ে দেয়া হোক।

রহমান
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

হতে পারে সাকিব একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। তবে সে একজন স্বার্থলোভী।

আবদুল্লাহ
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৮ পূর্বাহ্ন

NO MORE SAKIB.....

parvez
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৮ পূর্বাহ্ন

খেলা এবং রাজনীতি দুটোতেই বোল্ডা আউট! হায়রে ইমরান খান হওয়ার স্বপ্ন?

Sakhawat
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

এই দালাল খুনি হাসিনার দূসরকে দলে রাখা যাবে না,সে যত ভালো খেলোয়াড়ই হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে জাতীয় দলে কিছুতে মেনে নিবে না।

Mobin
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩০ পূর্বাহ্ন

সাকিব একজন লোভী ও সুযোগ সন্ধানী। তাকে বাদ দেয়া উচিত ।

যদি জানতেম
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:১০ পূর্বাহ্ন

Shakib is a stupid man

Mohammed Islam
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৮ পূর্বাহ্ন

সাকিব কে দলে নেয়ার কোনো প্রয়োজন নেই। নতুনদের সুযোগ দেয়া হোক।

Shahriar
৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৫ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status