অনলাইন
ব্যতিক্রম শুধু একজন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন
তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা। রাজধানীতে কোটি মানুষের ঢল। পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব নিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণও সম্পন্ন। বিজয় উৎসব চারদিকে। আন্দোলনে জয়ী মানুষের বাঁধভাঙা স্রোত অলি-গলি, পাড়া- মহল্লায়। রাজধানীর রাজপথ হয়ে ওঠেছে ছাত্র-জনতার বিজয়ের ক্যানভাস। লাখো মানুষ তখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে। পুলিশের বড় বড়কর্তারা অফিসে আটকা। তারা ভীত সন্ত্রস্ত। তাদের উদ্ধারে এসেছে হেলিকপ্টার। গন্তব্য তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর। ওই দলে ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) মনিরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। পুলিশ হেড়কোয়ার্টারের হেলিপ্যাড থেকে তাদের বহনকারী কপ্টার আকাশে উড়লো। কিন্তু একজন কর্মকর্তা তখনো অফিসে। তিনি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান। বিশ্বস্ত সূত্রের খবর কামরুল শেষ পর্যন্ত রিকশা করে বাসায় ফিরেন।
Biplob must be brought under trial. He is a great criminal.
বিপ্লব যেনো কোনো মতে দেশ ছাড়তে না পারে বিপ্লব কে গ্রেফতার করা হউক।
আওয়ামী দলীয় ক্যাডার বিপ্লবকে গ্রেফতার করতে হবে।
হারুন বিপলব কে arrest করা হউক
বিপ্লব কুমার কে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।
বিপ্লব কে কোন ভাবেই পালাতে দেওয়া উচিৎ না , তাকে খুঁজে বের করে জনসাধারণের হাতে তুলে দিতে হবে , এটা সবার দাবি হওয়া উচিৎ । যাতে দৃষ্টান্ত মূলক শাস্তি জোনগণই করবে এবং সেটা সব প্রশাসনের বেক্তিবরগরা দেখে আগামীতে পথ চলবে ।
Biplob arrested yesterday
বিপ্লব কে অবিলম্বে গ্রেফতার করা উচিত।
বিপ্লব কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
অভিনন্দন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব কামরুল আহসান, আপনাকে।
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) মনিরুল ইসলাম, পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হোক। সে সাথে সত, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার অতিরিক্ত আইজিপি ( প্রশাসন ) কামরুল আহসান কে নতু ন আইজিপি নিয়োগ দেওয়া হোক।
আওয়ামী দলীয় ক্যাডার বিপ্লবকে গ্রেফতার করতে হবে।