বাংলারজমিন
শাহজাদপুরে সংঘর্ষে বৃদ্ধ নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবারসিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার গ্রুপ ও প্রামাণিক গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা সরকার (৬৫) নামের একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে। জানা যায়, গত ইউপি নির্বাচন এবং গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল সরকার গ্রুপ ও মন্তাজ প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এদিন সকালে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মন্তাজ প্রামাণিকের গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকার গ্রুপের সমর্থকদের ওপর চড়াও হয়। এ সময় সরকার গ্রুপের লোকজন প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা করে। আওয়ামী লীগ নেতা মন্তাজ প্রামাণিক, তার ছেলে মাসুদ, ভাতিজা ইকবাল মেম্বর, সহপাঠী জালালসহ মন্তাজের লোকজনের উপর্যুপরি আক্রমণে তারা সরকার ফালার আঘাত এবং ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, মন্তাজ প্রামাণিক গ্রুপ এলাকার সন্ত্রাসী গ্রুপ হিসেবে পরিচিত। তারা নানা সন্ত্রাস করে বেড়ালেও তাদের কিছুই হয় না। টাকার জোরে মন্তাজরা সবকিছু থেকেই বেঁচে যায়। তারা হত্যার পরে গ্রামবাসী মন্তাজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।