ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শেষটা বিবর্ণ সিমোন বাইলসের

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৪, বুধবারmzamin

অবশেষে ধাক্কা খেলেন সিমোন বাইলস। প্যারিস অলিম্পিকে টানা তিন সোনা জয়ের পর আজ পরপর দুই ইভেন্টে স্বর্ণ হারালেন তিনি। মেয়েদের ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে রৌপ্য জিতলেও ব্যালান্স বিমে কোনো পদকই জিততে পারেননি কিংবদন্তি এই মার্কিন অ্যাথলেট। এর আগে নারীদের ভল্ট, ব্যক্তিগত অল-অ্যারাউন্ড এবং দলগত অল-অ্যারাউন্ডে স্বর্ণ জয় করেন বাইলস।
ব্যক্তিগত ব্যালান্স বিমের ফাইনালে পঞ্চম স্থান লাভ করেন বাইলস। এই ইভেন্টে সোনা জিতেছেন অ্যালিস ডি’আমাতো। ২১ বছর বয়সী ইতালিয়ান অ্যাথলেটের পয়েন্ট ১৪.৩৬৬। এটি জিমন্যাস্টিকসে ইতালির ইতিহাসে কোনো নারীর প্রথম সোনা। একই ইভেন্টে রুপা জিতেছেন চীনা জিমন্যাস্ট জো ইয়াকিন আর ব্রোঞ্জ জিতেছেন আরেক ইতালিয়ান অ্যাথলেট মানিলা এসপোসিতো।
ব্যালান্স বিম থেকে খালি হাতে ফিরলেও ফ্লোর এক্সারসাইজে পদক পেয়েছেন বাইলস। এই ইভেন্টে তাকে পেছনে ফেলে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। রেবেকার ১৪.১৬৬ পয়েন্টের বিপরীতে বাইলসের পয়েন্ট ১৪.১৩৩। অলিম্পিক জিমন্যাস্টিকসের শেষ দিনে নিজের পদকের ক্যাবিনেটটা সোনালি রঙে রাঙানোর স্বপ্ন নিয়েই লড়াইয়ে নেমেছিলেন বাইলস। শেষ পর্যন্ত সেটি না হওয়ায় আপাতত ৭টি সোনা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। এর সঙ্গে অবশ্য আছে দুটি রুপা এবং দুটি ব্রোঞ্জও।
এর ফলে ১১ অলিম্পিক পদক ও ৩০টি বিশ্ব চ্যাম্পিয়ন পদক নিয়ে বাইলসই এখন অলিম্পিক ইতিহাসের সফলতম নারী জিমন্যাস্ট। ২০১৬ রিও অলিম্পিকে প্রথম অংশ নিয়ে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস, যা এখন পর্যন্ত বাইলসের সবচেয়ে সফলতম অলিম্পিক।
এবার অবশ্য চারটি পদক জিতেছেন বাইলস, যার মধ্যে তিনটি সোনা এবং একটি রুপা। পদক বিবেচনায় বাইলসের জন্য সবচেয়ে বাজে অলিম্পিক ছিল ২০২১ সালের টোকিও অলিম্পিক। সেবার একটি রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে অলিম্পিকের মাঝপথেই মানসিক কারণ দেখিয়ে বিদায় নেন তিনি। ট্যুইস্টিজ এমন একধরনের মানসিক অবস্থা, যা জিমন্যাস্টদের বাতাসে ভেসে থাকার সময় মনোযোগে ব্যাঘাত ঘটায়। যে কারণে এবারের অলিম্পিককে বাইলসের জন্য প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছিল, যা তিনি দারুণভাবেই রাঙিয়েছেন।
শেষ দিনে হতাশ হলেও নিজের সামগ্রিক অর্জন নিয়ে গর্বিত বলে জানিয়েছেন বাইলস। তিনি বলেন, ‘যেভাবে আমি এটা করেছি, আমি গর্বিত।’ এর আগে অলিম্পিকের পর অবসর নিয়ে ভাবছেন কি না, জানতে চাইলে বাইলস বলেন, ‘পরের অলিম্পিক আমার নিজের দেশে। তাই কী হয়, বলা যায় না। তবে আমি সত্যি বুড়ো হচ্ছি।’ শেষ দিনের আগে যেন থামানোই যাচ্ছিল না সিমোন বাইলসকে। ক্যারিয়ারেরর প্রথম অলিম্পিক রিও ডি জেনিরোর সেই টিনেজ তরুণীই যেন আবার ফিরে এসেছিলেন এবারের অলিম্পিকে। ২০১৬ সালের অলিম্পিকে ৪ স্বর্ণ জেতা বাইলস এবার অলিম্পিকের অর্ধেক না যেতেই জিতে নিয়েছেন ৩টি স্বর্ণপদক। আর্টিস্টিক অল অ্যারাউন্ড জিমন্যাস্টিকসের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে সেরা হওয়ার পর এ ২৭ বছর বয়সী মার্কিন তারকা শনিবার ভল্ট ইভেন্টেও স্বর্ণ জয় করেন। 
অলিম্পিকে সবমিলিয়ে এটি ছিল তার ৭ম স্বর্ণজয় ও সবমিলিয়ে ১০ম পদক। এর মধ্য দিয়ে অলিম্পিক ইতিহাসে সর্বকালের সেরা নারী জিমন্যাস্টের তালিকায় তিনে উঠে আসেন তিনি। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেও বাইলস সেরার তালিকা থেকে সরে যাননি। এবার প্যারিস অলিম্পিকে চেনা ছন্দে ফিরে যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদ জিমন্যাস্টিকসের সর্বকালের সেরা কিনা ওই প্রশ্ন সামনে এসে গেছে। দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর প্যারিসে আরও একটি স্বর্ণ জিতেছেন তিনি। ক্যারিয়ারের সপ্তম অলিম্পিক স্বর্ণ এখন তার নামের পাশে। বাইলস এ নিয়ে অলিম্পিক ইতিহাসের তৃতীয় জিমন্যাস্ট হিসেবে ১০টি পদক জয়ের কীর্তি গড়েছেন। তার সামনে ১১ পদক পেয়ে আছেন চেকোস্লোভাকিয়ার ভেরা চাসলাভাস্কা। তবে অলিম্পিক ইতিহাসে ১৮টি পদক নিয়ে সবার ওপরে আছেন সোভিয়েত ইয়নিয়নের লারিসা লিটনিনা।  

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status