ভারত
'দয়া করে এমন কিছু করবেন না যাতে ভারতের শান্তি নষ্ট হয়' : মমতা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৫ আগস্ট ২০২৪, সোমবার, ৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেইসঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের মানুষকে এই পরিস্থিতিতে শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনোরকম উস্কানিমূলক বার্তা না ছড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন- গোটা বিষয়টি ভারত সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। দয়া করে এমন কিছু করবেন না যাতে ভারতের বা পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট হয়।
দিদি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের জনগণের কাছে আমরা যেমন চিরকৃতজ্ঞ তেমনি ততকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কাছেও কিন্তু ভারতের বিজেপির সরকারের সময় থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গংদের অনৈতিক সমর্থন পেয়ে হাসিনার সরকার বাংলাদেশের জনগণ কে ভোটের ও গনতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত করেছে শুধু তাই নয় এই স্বাধীন দেশে ভারত থেকে মন্ত্রী এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব এরশাদ সাহেব কে জোর করে তামাশার নির্বাচন করাতে বাধ্য করেন। তাই বিজেপির সরকারের আশকারা ও সমর্থনে হাসিনার সরকার বাংলাদেশের নিরীহ জনগণের উপর গত ১৭ বছর থেকে অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়ে আসছেন। তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আপনার মাধ্যমে(যেহেতু বাংলাদেশের অনেক নারী আপনাকে আদর্শ হিসেবে মানে) ভারতের কেন্দ্রীয় সরকার কে উদ্দেশ্য করে বলছি বাংলাদেশে যে দলেরেই সরকার আসুক না কেন সবাইর সঙ্গে যেন সমান আচরণ করেন। এতে ভারত ও বাংলাদেশের উভয় দেশের জনগণের মাঝে সবসময় সু-সম্পর্ক বজায় থাকবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে।
ভারতীয় জনগণের কাছে আমার অনুরোধ আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিবেন না ।বাংলাদেশের জনগণ স্বৈরাচারী বিচার করবে। বাংলাদেশের সাথে অন্যায় ,অত্যাচার ,জুলুম এবং লুণ্ঠন করেছেন আশা করি এখন থেকে প্রতিবেশী হিসেবে থাকবেন। আমরা সৎ-প্রতিবেশী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।আশা করি আপনারা আমাদের মতই আমাদেরকে থাকতে দিবেন।
পচা জিনিস ফেরত পাঠান দিদি
হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে, ফেরত পাঠান।
শেখ হাসিনা ভারতের শান্তি নষ্ট করবেই।