শেষের পাতা
লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত ১০
লক্ষ্মীপুর প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিকে ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কলেজছাত্রসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। রোববার দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সোহেল রানা রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মিরাজ, সাব্বির, কাওসার, সাবেক মেম্বার হারুন, রিয়াজ উদ্দিন পাটোয়ারী, সুমন ও কলেজছাত্র সাদ আল আফনান। আফনান লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে। নিহত আফনানের মামা হারুনুর রশিদ বলেন, আফনানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালীতে নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ অবস্থান নেয় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিনের বাসায়। আন্দোলনকারীদের একটি অংশ বাসার সামনে গেলে তাদের লক্ষ্য করে বাসার ভেতর থেকে শটগানের গুলি ছোড়া হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল গণমাধ্যমে বলেন, নিহতদের মধ্যে ৩ জনের লাশ সদর হাসপাতালে রয়েছে। আহত ৬০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে অন্তত ৫০ জন গুলিবিদ্ধ।