ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গাজীপুরে আওয়ামী লীগের ৩ অফিসে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৫ আগস্ট ২০২৪, সোমবার

অসহযোগ আন্দোলন চলাকালে গাজীপুর জেলা শহর ও কাপাসিয়ায় দফায় দফায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। বিপুলসংখ্যক মোটরসাইকেলে আগুন দেয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। শাসক দলের নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ রাজপথে নামলেও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পিছু হটে। আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা শান্ত থেকে বারবার পরিস্থিতি ঠেকানোর চেষ্টা করে। 

বিকাল ৪টার দিকে জেলা শহরের রাজবাড়ী সড়কে আওয়ামী লীগ-ছাত্রলীগসহ শাসক দলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শাসক দলের নেতাকর্মীরা পিছু হটলে আগুন ধরিয়ে দেয়া হয় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে। এর আগে দলীয় কার্যালয় থেকে লাঠিসোটা, লোহার রড ইত্যাদি নিয়ে প্রতিরোধ মিছিল বের করে শিববাড়ী মোড় এলাকায় থাকা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। খবর পেয়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে হাজারো আন্দোলনকারী ছুটে আসে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে। এতে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন
শাসক দলের নেতাকর্মীরা দাপটের সঙ্গে লড়াই করে একপর্যায়ে পিছু হটে। এরপরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিলে কার্যালয়টি ছাড়াও ৭-৮টি দোকান ঘর ও ব্যক্তিগত অফিস পুড়ে যায়। অফিসের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে সেনাবাহিনী ও বিজেপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করে।

সকালে ঢাকা-শিমুলতলী সড়কের গাজীপুরের শিববাড়ী এলাকায় কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ করে অসহযোগ আন্দোলনের আহ্বানকারী শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে এসে ঢাকা- গাজীপুর ও ঢাকা-শিমুলতলী সড়কের শিববাড়ী মোড় এলাকায় জড়ো হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় পতাকা তুলে ধরে ও লাঠিসোটা নিয়ে হাতে নিয়ে সড়ক অবরোধ করে নানা ধরনের সেøাগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক দফা চেষ্টা করেও তাদের সরাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে সড়কের পাশে নীরব দাঁড়িয়ে থাকে। এ সময় সেনাবাহিনীর টহল গাড়ি ও কনভয় এই পথে আসা-যাওয়া করলে ও আন্দোলনরত শিক্ষার্থীরা সেনাবাহিনীর গাড়ির উপড়ে চড়ে জাতীয় পতাকা তুলে ধরে নানা সেøাগান দিতে থাকে। তারাও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করে অবরোধ করে থাকা এলাকা ছেড়ে যায়। অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর বাজার, চন্দ্রাত্রিমোর মাওনাসহ বিভিন্ন পয়েন্টে অসহযোগ আন্দোলনকারীরা অবস্থান করে। একপর্যায়ে উত্তেজিতরা মহাসড়কের পাশে পুলিশ বক্সে, পৌর আওয়ামী লীগ কার্যালয় ও থানার সামনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা ময়মনসিংহ, ঢাকা-টাঈাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। এ ছাড়াও উপজেলা কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।  সকালে কাপাসিয়া উপজেলা সদরে আওয়ামী লীগ প্রতিরোধ মিছিল বের করে। এর পরপরই অসহযোগ আন্দোলনের পক্ষে বিশাল মিছিল বের হয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শাসক দলের নেতাকর্মীরা পিছু হটলে আওয়ামী লীগের উপজেলার দলীয় কার্যালয়ে এবং কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। একইভাবে কাপাসিয়া উপজেলা সরকারি ডাকবাংলায় হামলা চালিয়ে ভাঙচুর ও সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। সন্ধ্যা পর্যন্ত জেলা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান রাখা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status