বাংলারজমিন
নবীগঞ্জে মহাসড়ক ছাত্রদের দখলে
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
৫ আগস্ট ২০২৪, সোমবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে মাঠে নেমেছে ছাত্র-জনতা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধে জড়ো হলেও উত্তাল জনস্রোতে পিছু হটছে। ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ চলছে। একদফা দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে মহাসড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর থেকেই হবিগঞ্জ জেলার প্রবেশমুখ মহাসড়কের পানিউমদা এলাকায় স্থানীয় রাগীব-রাবিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মিলিত হয়েছে। গত দু’দিন ধরেই মহাসড়কের ওই এলাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়াও নবীগঞ্জ শহরের প্রতিটি সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে দফা ‘এক, দাবি এক স্বৈরাচারীর পদত্যাগ’ এবং ‘তোর কোটা ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে’ জঙ্গি লীগের আস্থানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে মুখরিত শহরের জনপদ। পরিস্থিতি পর্যবেক্ষণে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার ও থানার ওসি মাসুক আলী আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বের হলেও পরিস্থিতি বেগতিক দেখে কোনো প্রকার পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকেন। মহাসড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।