অনলাইন
আন্দোলনকারীদের দখলে মোহাম্মদপুর
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৯ অপরাহ্ন
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীরা পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দিচ্ছেন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত এই এলাকা। সকাল ১০টা থেকেই অলি গলি থেকে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে সড়ক অবরোধ করেন। কিছু জায়গা গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসার ছাত্রদেরও দেখা গেছে। ওই এলাকায় কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। তবে মোহাম্মদপুর থানার কাছে প্রায় ২ শতাধিক ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ওই এলাকায় অল্পকিছু পুলিশ দেখা গেছে। তবে তারা সতর্ক অবস্থানের রয়েছে।