অনলাইন
মিরপুরে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষ, গোলাগুলি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ চলছে। মিরপুরের ১৪ ও ১২ থেকে ১০ নম্বরে আসার সময় এই সংঘর্ষ শুরু হয়। আজ বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের কর্মীরা লাঠি নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে দৌড়ে চলে যায়। এ সময় গুলির শব্দও শোনা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলির শব্দ চলমান রয়েছে। যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।