বাংলারজমিন
সরকার পতনের এক দফা দাবি
ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সারা দেশ
বাংলারজমিন ডেস্ক
৪ আগস্ট ২০২৪, রবিবারচলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সাধারণ জনতা। হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয় দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুর গড়াতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহর। বিক্ষোভ থেকে তারা সরকারকে পদত্যাগের এক দফা দাবি জানান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সোচ্চার হয়ে উঠেছে রংপুরের বিক্ষুব্ধ ছাত্রসমাজ। তাদের এ আন্দোলনের অভিভাবক ও শিক্ষকরাও যোগ দেন। দেশের এই পরিস্থিতির জন্য তারা সরকার ও সরকার দলীয় আওয়ামী লীগকে দায়ী করে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থীদের প্রাণ গেছে, তার সঠিক বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। শনিবার রংপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রেস ক্লাব চত্বরে আসতে থাকে। এ সময় তারা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নিন্দা ও সরকারের সমালোচনা জানিয়ে স্লোগান দিতে থাকে। এরপর বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে বের হয়ে জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারী বাজার, বঙ্গবন্ধু ম্যুরাল, চেকপোস্ট, মেডিকেল মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী। এদৃশ্য দেখে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীসহ পেশা সংগঠনের মানুষজন বলেন, প্রথম থেকেই এমন হতো তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। কী প্রয়োজন ছিল ছাত্রলীগকে উস্কে দেয়া কিংবা অতি উৎসাহী পুলিশদের অ্যাকশনে যাওয়া। কয়েকদিন আগের মতো ছাত্র বিক্ষোভ আজকেও হলো কিন্তু পুলিশ এখানে কোনো বেপরোয়া লাঠিচার্জ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এদিকে রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহতের ঘটনায় অপেশাদার আচরণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। গত পহেলা আগস্ট তাদের বরখাস্ত করা হয়। গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
বরগুনা প্রতিনিধি: শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরগুনা জেলা শহরের টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বরগুনা সরকারি কলেজ রোড থেকে গতকাল সকাল ১১টার দিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। কোটা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বরগুনায় বৃষ্টির মধ্যেই চালিয়েছে ছাত্র-জনতার গণমিছিল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শহরের টাউন হল চত্বর মুখরিত করছেন। কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও। বেলা ১২টার দিকে বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। কোটা বিরোধী শিক্ষার্থী ও অভিভাবকগণ স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা চত্বর। সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক মাইনুল হাসান রাসেল, অভিভাবক আবু হানিফ মাতুব্বর, সমন্বয়ক মুঈদ হাসান, মীর নিলয়, সাজ্জাদ হোসেন আশিক, রওজা ইসলাম তৌফিক, শ্রমিক, অভিভাবকসহ বরগুনার সর্বস্তরের নাগরিকদের অংশ নেয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরাতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে নারিকেলতলা থেকে খুলনা রোড হয়ে নিউমার্কেট।
গতকাল সকাল ১১টা থেকে খুলনা রোড মোড়ে জড়ো হতে শুরু করেন তারা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এ সময় ব্যাপক পুলিশ সদস্যের অবস্থানও লক্ষ্য করা যায়। র্যাব, বিজিবি’র গাড়িও দেখা যায়। সতর্ক দৃষ্টি রেখেছিলেন ডিএসবি, এনএসআইসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি। সরজমিন দেখা যায়, এদিন ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। পরে ১১টা ৩০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়া শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নারিকেলতলা মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে নিউমার্কেট পর্যন্ত যান। সবশেষে তারা খুলনা রোড মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
ময়মনসিংহ প্রতিনিধি: একদফা দাবিতে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সকল শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহের অলিগলি। শনিবার বেলা ২টায় নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, দুর্গাবাড়ী, কাচারী সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়। এর আগে বেলা ১১টা থেকে টাউন হল মোড়ে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সাংস্কৃতিককর্মী, নাট্যজন, চিকিৎসক, শ্রমিকনেতা, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন- আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমুখ। সমাবেশে সমন্বয়করা বলেন, দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা তাদের অভিবাদন জানাই এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার আহ্বান জানাই। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগণ্য। নগরীর অভ্যন্তরের বেশির ভাগ সড়ক ছিল বন্ধ। সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে: সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুর ১২ টার সময় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে পুরাতন বাস্ট্যান্ড গোল চত্বরে সড়কে গিয়ে অবস্থান নেন। এসময় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী-সদস্যরা অংশ নেন। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার হামলা-মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গুম-খুনের বিচার, দমন-পীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান ছাড়াও প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্যেও স্লোগান দেন তারা। এসময় বাস্ট্যান্ড এলাকার চার রাস্তার মোড়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের চৌরাস্তায় এসে অবস্থান নেয় ও সেখান থেকে আজকের মতো কর্মসূচির সমাপ্ত করেন তারা।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডের ট্রাফিক চত্বরে এসে সমাবেশ করে।
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাত্র-নাগরিকের ওপর হামলা, হত্যা এবং ৯ দফার দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলে মিছিলে উত্তাল সুনামগঞ্জের রাজপথ। বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে গতকাল জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারো শিক্ষার্থী। এ সময় তারা আন্দোলন দমনের নামে সারা দেশে ছাত্র ও নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করে। অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থী ছাড়াও জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে। এ সময় পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের সামনে সমানে থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সহযোগিতা করেন।
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ও কোটা্ সমস্যার যৌক্তিক দাবিতে কুড়িগ্রামের রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশ করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে রৌমারী সরকারি কলেজ মোড়ে জমায়েত হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলা মোড় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে জমায়েত হয়। দেড় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৩ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রাধন-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। এছাড়াও উপজেলার বাঙ্গড্ডা বাজারে একই দিন বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও এলাকার সাধারণ মানুষ আন্দোলনে একাত্মতা পোষণ করে বিক্ষোভে আংশগ্রহণ করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও কঠোর হবে। তারা আরও বলেন, যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলন বাধা দিতে আসে তা হলে শিক্ষার্থীরা সমাজের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে প্রতিহত করবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও পৌর সদরে প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ করেন।
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা ইসলামপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কের প্রধান লেন দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে যায়। এরপর আবার সেখান থেকে থানা বাসস্ট্যান্ড হয়ে ঢুলিভিটা এলাকায় সড়কের মাঝখানে বিক্ষোভ মিছিলসহ অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবস্থান করার পর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার সকাল ১১টার দিকে কলেজ গেটের সামনে জড়ো হয়ে মনতলা বাজারে বিক্ষোভ শেষে কলেজের শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে শাহজাদপুর করতোয়া ব্রিজ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ছাত্রদের রক্ত বৃথা দিতে দেবো না’- এমন বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিশাল মিছিলটি শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে এসে এক সমাবেশ করে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল সাফায়েত আদীপ, রাতুল, আতিক, পপি, তৃষা প্রমুখ। এসময় শিক্ষার্থীরা নিহত ছাত্রদের হত্যার বিচার দাবি, গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার দাবি করেন। এসময় অসহযোগ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ছাত্রহত্যা, গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ এলাকা থেকে ৫-৬ শতাধিক শিক্ষার্থী মিছিল করে পৌর এলাকার বালিজুড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা সরকার বস্ত্রালয় চৌরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বাজারের ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পঞ্চগড় প্রতিনিধি: টানা প্রায় ৬ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ এ অবরোধের কারণে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন সড়কে বাস-ট্রাক ও বিভিন্ন হাজারো যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের মধ্যে পড়ে যাত্রী সহ পথচারীরা। শনিবার বেলা ১১টার দিকে ৯ দফা দাবিতে আন্দোলনের নেতা ফজলে রাব্বির নেতৃত্বে শিক্ষার্থীদের পঞ্চগড় জেলা শহরে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মহাসড়কের দু’ধার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে শহরে প্রবেশের মূল দ্বার করতোয়া সেতুর মুখে মহাসড়কে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃষ্টি উপেক্ষা করে অবরোধ করে সমাবেশ শুরু করে। চলে পৌনে ৫টা পর্যন্ত। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা নানান স্লোগান দেয়।
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় লক্ষীপুরের রায়পুরে ছাত্রদের পূর্ব ঘোষিত ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলন সমর্থিত ছাত্ররা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল বিকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে। রায়পুর-চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের বাসস্টান্ডে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।