ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার
৩ আগস্ট ২০২৪, শনিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে বাদজুমা নামাজের পর পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। এ ছাড়া টাউন হল ছাত্রলীগের কার্যালয়ের সামনে, শিয়া মসজিদ ছাত্রলীগের কার্যালয়ের সামনে, শ্যামলী সিনেমা হলের সামনে, কলেজ গেট মুক্তিযুদ্ধ টাওয়ারের সামনে, আসাদ গেট গণভবন সংলগ্ন প্রধান সড়কের সামনে, আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে লাঠিসোটা-রড হাতে অবস্থান নেয় ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকাল পৌনে ৪টার দিকে নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে এমন চিত্র দেখা যায়। একইদিন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার নির্দেশে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

ঢাকা-৫ সংসদীয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের সম্ভাব্য বিশৃঙ্খলা, নাশকতা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে যাত্রাবাড়ী শনির আখড়া ও রায়েরবাগ-স্টাফ  কোয়ার্টারসহ ৮টি পয়েন্টে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, ৬৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুল আমিন নীরু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন শিপন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু প্রমুখ। একইদিন ঢাকা-৪ সংসদীয় আসনের এমপি ড. মো. আওলাদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থান ও প্রতিবাদ মিছিল করে। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী ইয়াসমীন পপি, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাজাহান, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লিয়াকত মুফতি, ৫২নং ওয়ার্ড  আওয়ামী লীগ সভাপতি এড. ফারুক, জেলা পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতবর প্রমুখ। ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক ধোলাইপাড় চৌরাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা বিএনপি ও জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন
এ সময় এমপি সজল ও ড. আওলাদ বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। এজন্য আমাদের রাজপথে অবস্থান গ্রহণ করতে হবে। এর আগে শুক্রবার বেলা ১১টায় মাতুয়াইল হাজী আঃ লতিফ ভূঁইয়া কলেজ অডিটোরিয়ামে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান মোল্লা সজল এমপি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status