অনলাইন
শহীদ মিনার জনসমুদ্র
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
মিছিল আসছে তো আসছেই। এর যেন শেষ নেই। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে উত্তাল। শুক্রবার বেলা তিনটার দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে। যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ আপামর জনতা।
গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একত্র হন তারা। এরপর মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে, টিএসসি থেকে শহীদ মিনারে এসে জড়ো হন। বর্তমানে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার।
সাবাশ বাংলাদেশ। ইনশাল্লাহ ছাত্র জনতার এই আত্নত্যাগ বৃথা যাবেনা।?
একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যার সমান । যে জীবন আপনি দিতে পারেন না সে জীবন আপনি নিতেও পারেন না।
এক মোহনায় মিলিছে সবাই
নির্ভিক হে তরুণ, তোমরাই করলে এ বাংলায় বপন, নতুন স্বাধীনতার ব্রণ,
নয় দফার দিন শেষ
আর কত লাশ পরলে গদি ছাড়বেন বলেন
শহীদ মিনার জনসমুদ্র ইনশাআল্লাহ বিজয়ের দ্বারপ্রান্তে॥
চট্টগ্রামে শহরে ২০০০০ হাজার ছাত্র মিছিল করেছে
"লাশের ভিতর জীবন দে নইলে গদি ছেড়ে দে" এই আন্দোলন বৃথা যাবে না।
কে বলেছে আমরা গরীব, কে বলেছে আমরা হীন মিথ্যা ভয়ের আগল ভেঙে আনবো আবার নতুন দিন।
আর কত মায়ের বুক খালি হওয়ার অপেক্ষায় সরকার ?
সাবাশ বাংলাদেশ। ইনশাল্লাহ ছাত্র জনতার এই আত্নত্যাগ বৃথা যাবেনা।
মুক্তি যুদ্ধের আশাগুলি বাস্তবায়ন হউক , সুশাসন , মানবাধিকার প্রতিষ্ঠা হউক
এই নিরীহ ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে স্বৈরাচারী খতম হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে জয় সুনিশ্চিত আসুন আমরা সকল আত্মত্যাগ কারীদের জন্য নামাজ পড়ে দোয়া করি তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং তাদেরকে যেন ফিরদাউস দান করেন আমিন
সরকার পতন এখন থেকেই শুরু হোক। দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনীও শপথ নেক আজকের তাঁর শিশু ভবিৎসত বাংলাদেশ।
Police কে বলব, আর একটা গুলিও যেনো না চলে। যার আদেশে গুলি চালবেন, তারা নিজেদের আখের গুছাইছে আপনারা আর একটা হুলি চালাবেন না।
আন্দোলন সফল হোক, গনতন্ত্র ফিরে আসুক।
সারাদেশে আমার সন্তানদের খুব কাছে থেকে এবং দূর থেকেও গুলি করে হত্যা করা হয়েছে। সবাই দোয়া করবেন, আল্লাহ তায়ালা তাঁদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তারা গুলি করে হত্যা করেছে। তারপরেও আমার সন্তানদের ৯দফা দাবি তারা পূরণ করছেনা। তবে কি তারা আমার আরও সন্তানের জীবন কেড়ে নিতে চায়। কারণ, দাবি না মানার কারণে আমার সন্তানেরা এখনো রাজপথে। আমার সন্তানদের বীরত্ব দেখে আমি মুগ্ধ। দোয়া করছি আল্লাহ তায়ালা তাঁদের বিজয় দান করুন। কিন্তু একটা খটকা লাগছে আমার মনে, তা হলো হত্যাকারীরা বড়ো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। তারপর দোষ চাপিয়ে দেবে আমার সন্তানদের ওপর। তাই খুব সতর্কতার সঙ্গে কর্মসূচি পালন করতে হবে, ওহে আমার গর্বিত সন্তানেরা তোমাদের আত্মত্যাগ স্বার্থক হোক।