অনলাইন
বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত অস্ট্রেলিয়ান এমপি
তারিক চয়ন
(৮ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের চিত্র দেখে আতঙ্কিত বোধ করছেন অস্ট্রেলিয়ার একজন এমপি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড এজন্য গভীর দুঃখও প্রকাশ করেছেন।
এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমি অ্যাবিগেল সেলিনা বয়েড। আমি নিউ সাউথ ওয়েল্স পার্লামেন্টে একজন গ্রিনস এমপি। আপনাদের অনেকের মতো আমিও বাংলাদেশে আন্দোলনকারী বৈধ শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর চরম অপব্যবহারের চিত্র দেখে আতঙ্কিত এবং দুঃখিত বোধ করছি। আমি সিডনিতে (বাংলাদেশি) কমিউনিটির সাথে যোগাযোগ করেছি। তারা শোকের মধ্যে রয়েছে।’
ওদিকে, সিডনির ব্যস্ত নগরী ল্যাকেম্বা যেখানে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মুসলমান বসবাস করে; সেখানে আগামী রবিবার একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কোটাবিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
উক্ত কর্মসূচিতে সবাইকে যোগদান করার আহ্বান জানিয়ে অ্যাবিগেল সেলিনা বয়েড এমপি বলেছেন, ‘আগামী রোববার লেকেম্বাতে তারা (বাংলাদেশি কমিউনিটি) একটি জাগরণ কর্মসূচির আয়োজন করেছে। সেখানে তাদের সঙ্গে যোগ দিতে পারলে আমি সত্যিই আনন্দিত বোধ করবো। আমি আশা করি আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন।’