ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

(১০ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঘিরে রাজশাহীতে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার দুপুর ২টার দিক নগরীর মহিষবাথান এলাকায় ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন নামে তিন শিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আটকের সময় বিইউপি শিক্ষার্থী শাওন সাংবাদিকদের কাছে দাবি করেন, আমরা পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম। আমাদের কাছে কিছুই ছিল না। তবে পুলিশ জানিয়েছে, তাদের টহল গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এরপর তারা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকজনকে আটক করে। এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় ৫ রাউন্ড ফাঁকা গুলি। এরপর ঘটনাস্থল থেকে আমরা ৫ শিক্ষার্থীকে থানায় নিয়েছি। ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বুধবারও রাজপথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন নগরীজুড়ে বাড়ানো হয় প্রশাসনের টহল। বিশেষভাবে দুপুরের পর থেকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status