ঢাকা, ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

সহিংসতার বিরুদ্ধে জার্মান আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

(৫ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ৮:৩৬ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও-পোড়াও, ধ্বংস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জার্মান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে সোমবার বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনকে ঢাল করে বিএনপি-জামায়াতের দেশব্যাপী অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ ধ্বংসের ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন এই সমাবেশে।

সমাবেশের শুরুতেই কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষ যারা মারা গেছেন তাদের সবার আত্মার শান্তি কামনা ও শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এই আন্দোলন ছিনতাই করে। এটা কোনও আন্দোলন নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেয়া হয়েছে।

সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, সরকারি স্থাপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামোগুলোতে আগুন দেয়া হয়েছে। এসব কোনও ঘটনার পেছনেই শিক্ষার্থীরা ছিল না। সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

এ সময় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষায় এই সব সন্ত্রাসী ও হত্যাকারীদের রুখে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞা করেন।

সমাবেশ শেষে অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ নষ্টকারীদের শাস্তির দাবিতে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়।

বক্তব্য রাখেন জাফর স্বপন, আবদুল মালেক, নুরজাহান খান নুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মায়েদুল ইসলাম তালুকদার, নুরে আলম সিদ্দিকী রুবেল, রাগিবজ্জামান সুফিয়ান, রানা ভুইয়া, আকরামুজ্জামান কামাল ভুইয়া, সূর্য কান্ত ঘোষ, সরফুদ্দিন জুয়েলে, পিয়েল আহমেদ, শেখ রেদোয়ান, ওয়াদুত মিয়া, শাহআলম, ফিরোজ আহমেদ, বেলাল হোসেন, ফরিদ আহম্মেদ, জহিরুল হক, সালাহউদ্দিন, এনামুর রহমান মুসা, রনি মাতুব্বর, প্লাবন ভুইয়া, ফরিদ মিয়া, বদিউজজামান, জার্মান সেচছাসেবক লীগের সভাপতি খান সাবরা, জার্মান ছাত্রলীগের  সাধারণ সম্পাদক নিশাত বাপ্পী সহ আরো অনেকেই।

পাঠকের মতামত

Kara(Kon Dal) Dhongso Joggo chalise, Gum, Ayna Ghor, Heli Copter Theke Guli, Ahneasro/Chapti ,Rod,Hoky Stic Lathi dara Kun , nirjaton, Base agunsoho onnano Agni Santras korese Bangladesher 90% manush Bhal;o bhabe Jane.

Abdus Salam
৩০ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:৫৫ পূর্বাহ্ন

They always blow their own Trumpet.

Rafiqul Islam.
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:২৬ পূর্বাহ্ন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status