অনলাইন
বাংলাদেশে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ ও সহিংসতা, ছাত্রদের পাশে দাঁড়ালেন মার্কিন সিনেটররা
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন

ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও কোরি বুকার। এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধাসামরিক ইউনিট রয়েছে যার সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এবং মুক্তিযোদ্ধাদের উত্তরসুরিদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেবার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার ও আহত করে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই।
সূত্র : ফরেন রিলেশন কমিটি
পাঠকের মতামত
কমেন্ট বক্সে সব আওয়ামী চাটুকার মিথ্যা রটাচ্ছে
আমেরিকা যখন নেতিনিয়াহুকে মদদ দিয়ে অস্ত্র দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষ ও শিশুকে হত্যা করছে তখন তোমরা কোথায় ছিলা?
বর্তমান সরকার থাকা অবস্থায় তা কখনো সম্ভব না
তোমরা শুধু পার আমাদের মত দুর্বল দেশকে নিয়ে খেলতে।
Right expressions for Bangladesh moment of consequence.
বুদ্ধিমানের জন্যে ইশারায় যথেষ্ট- “বন্ধু দেশের বন্ধুদের আশীর্বাদে এরা সবাই সিনেটর নির্বাচিত হয়েছেন! সুতরাং এই সব কথিত সিনেটরদের বকবকানি দিল্লী থোরাই কেয়ার করে! কীপ ইন মাইন্ড।