ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে লন্ডনে মোমবাতি প্রজ্বলন

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(৯ মাস আগে) ৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার, ২:৫৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলাবাহিনী কর্তৃক নিহত ছাত্রছাত্রীদের স্মরণে ও কয়েক হাজার শিক্ষার্থীকে গুরুতর আহত, সাধারণ মানুষের উপর নির্যাতনের  প্রতিবাদে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলি পার্কে শহীদ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করে  সংহতি প্রকাশ করেছে সামাজিক সংগঠন ''আমি বাংলাদেশ"। সোমবার সন্ধ্যার শুরুতেই মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ ও সংহতি প্রকাশ করা হয়। 
মোমবাতি প্রজ্বলনের আগে পার্কে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের আমরা মুক্তিযুদ্ধে জয় লাভ করেও এখনো স্বাধীন হতে পারিনি। গাজাবাসীর মতো অবরুদ্ধ জীবন পার করছে মানুষ। আজ আবারো ফ্যাসিস্ট  শাসন থেকে মুক্তির লক্ষ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের হত্যা,গুম ও সাধারণ মানুষের উপর নির্যাতন এর প্রতিবাদে দেশের বাহিরে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন সামাজিক, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষজন বিভিন্ন প্ল্যাকার্ড এবং মোমবাতি নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন। 
এতে বক্তব্য রাখেন  বীর  মুক্তিযোদ্ধা অলি রহমান, ফিওনা লালি, বোগদান, ফাহাদ, ফারিয়া, শওকত আলী, আসন, আসহাবুল হক রাড, তাসমিনা, ইকবাল মাহমুদ, এহতেশাম হক, নাইমুল ইসলাম, শাকুর হক, আবু তাইয়েব, মোঃ মুসা আব্দুল হাই, মোঃ কামরুল ইসলাম ভুঁইয়া, নুসরাত, সাদিকা, নাদিরা, নাসিফ , সাংবাদিক তানভীর হাসান প্রমুখ ,উদ্দিনসহ আরো অনেকেই।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status