খেলা
টিকে থাকতে যা করতে হবে আর্জেন্টিনাকে
সামন হোসেন প্যারিস (ফ্রান্স) থেকে
২৯ জুলাই ২০২৪, সোমবারপ্যারিস থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরে লিঁও শহর। আয়োজকদের পক্ষ থেকে লিঁওতে যাওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। যারা ম্যাচটি দেখতে যেতে চান, তাদের যেতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। অলিম্পিকে এই মুহূর্তে যা ব্যয়বহুল। অলিম্পিককে সামনে রেখে সবকিছুর দাম দ্বিগুণের বেশি বাড়িয়েছে আয়োজকরা। যেখানে মেট্রোর সর্বনিম্ন টিকিট ছিল ২ ইউরো, সেটা বাড়িয়ে চার ইউরো করা হয়েছে। তেমনি বাস ট্রেনের ভাড়াও বেড়েছে কয়েকগুণ। টিকিটও পাওয়া যাচ্ছে না সেভাবে। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা-ইউক্রেন ম্যাচ দেখা হচ্ছে না বেশিরভাগ সংবাদকর্মীর। তবে এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হার দিয়ে অলিম্পিক শুরু করা দলটি যে কোনো সমীকরণ মিলিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায়। প্যারিস আসার পর থেকে নানা বাজে অভিজ্ঞতার স্বাক্ষী হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। মরক্কোর কাছে রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে হারের পর আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তার দল। এতে টাকাপয়সার পাশাপাশি মূল্যবান জিনিস খোয়া গেছে।’ বার্তা সংস্থা এপি জানায়, চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলন স্থলে। এ বিষয়ে লিঁও পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল। সেঁত এতিয়েনের কাছাকাছি অবস্থিত কৌঁসুলির অফিস থেকে খবরটি নিশ্চিত করা হয়।
আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল সেঁত এতিয়েনের একটি হোটেলে উঠেছে। মহানাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারের পর সংবাদমাধ্যমকে মাসচেরানো বলেন, ‘ওরা (খেলোয়াড়রা) অনুশীলনে গিয়েছে, অন্যদিকে চুরি হয়েছে। অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি। তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’ জানাগেছে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে। ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়, ভুক্তভোগী ৫০ হাজার ইউরো চুরির কথা বলেছেন। এখানেই শেষ না ইরাক ম্যাচের আগেও অনুশীলনে ঝামেলায় পরেছে আর্জেন্টিনা দল। ভেন্যুতে গিয়ে অবস্থাপনার কারণে প্রায় দুই ঘন্টা বসে থাকতে হয়েছে তাদের। অনেকে ধারণা করছেন বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে গিয়ে এসব করছে আয়োজক ফ্রান্স। তবুও ইরাককে ৩-১ গোলে হারিয়ে টিকে আছে দুইবারের সোনাজয়ীরা। আগামীকাল ‘বি’ গ্রুপে শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগেও আর্জেন্টিনা দল মরক্কো ম্যাচের হারের কথা কিছুতেই ভুলতে পারছে না। ফিফার কাছে নালিশ করেও কোন সুরাহা না পাওয়ায় হতাশ তারা। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইরাক ও ইউক্রেন।
আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে। আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে। অর্থাৎ প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হচ্ছে। এখন পর্যন্ত সবার সমান ৩ পয়েন্ট করে থাকলেও, গোল ব্যবধানে এগিয়ে হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা। দুই ম্যাচে তারা ৪ গোল করার বিপরীতে ৩ গোল হজম করেছে। অন্যদিকে, যথাক্রমে দুই-তিনে থাকা মরক্কো ও ইউক্রেন তিনটি করে গোল করলেও, হজম করেছে সমানসংখ্যক গোল। এ ছাড়া চারে থাকা ইরাক নিজেদের গোলের চেয়ে একটি বেশি হজম করেছে। ‘বি’ গ্রুপে সবারই বাকি রয়েছে একটি করে ম্যাচ। আর্জেন্টিনা যদি পরের ম্যাচটিতে জিততে পারে, তাহলে তাদের আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। তবে ইউক্রেনের বিপক্ষে তাদের সেই লড়াইটি কঠিন হতে পারে। উভয় দলের সামনেই যে কোয়ার্টারে ওঠার লক্ষ্য। আরেকদিকে খেলবে মরক্কো-ইরাক। এখন পর্যন্ত চার দলের সবার সামনেই রয়েছে কোয়ার্টারে ওঠার সুযোগ। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জয়ী দল পরের রাউন্ডে উঠে যাবে। হেরে গেলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আবার যদি একটি কিংবা দুটি ম্যাচই ড্র হয় তখন দেখা হবে গোল ব্যবধানের হিসাব। সেজন্য নিজেরা যেমন গোল করতে হবে, তেমনি গোল হজম করতে হবে তুলনামূলক কম। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় লিঁও স্টেডিয়ামে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে নিস স্টেডিয়ামে আরেক ম্যাচে খেলবে মরক্কো-ইরাক। কোয়ার্টারে উঠলে ‘বি’ গ্রুপের দুই দল মোকাবিলা করবে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের। এ গ্রুপে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও গিনি। যেখানে এখন পর্যন্ত দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে ফ্রান্স এবং একটি করে জিতে পরের দুই স্থানে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড।