শেষের পাতা
নির্বাচনী সমাবেশে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন কমালা
মানবজমিন ডেস্ক
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। এ নির্বাচনে তিনি ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী। প্রচারণা সমাবেশের এক বক্তৃতায় রীতিমতো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন কমালা। এর আগে রোববার নিজের প্রার্থিতা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি কমালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। বাইডেনের সমর্থন পেয়ে জোরালো প্রচারণায় নেমেই ট্রাম্পকে ধরাশায়ী করার চেষ্টা করেছেন কমালা। যদিও আসন্ন নির্বাচনে কমালার প্রার্থিতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু তিনি ডেমোক্রেট দলের শীর্ষ বেশ কয়েকজন নেতার সমর্থন পেয়েছেন। যাতে তিনি মনে করছেন তার প্রার্থিতা চূড়ান্তের বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বিষয়। এই আত্মবিশ্বাস থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, কমালা হ্যারিস তার নির্বাচনী প্রচারাভিযানে উইসকনসিন রাজ্যে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে মন্তব্য করেন। তার সামনে উপস্থিত ছিলেন প্রায় ৩ হাজার ডেমোক্রেট সমর্থক। বক্তৃতার সময় ট্রাম্পকে কমালা ‘প্রতারকদের’ সঙ্গে তুলনা করেন। কমালা হ্যারিসের এমন মন্তব্যের আগে কমালাকে ইঙ্গিত করে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় লিখেছিলেন, কমালা যাই স্পর্শ করেন তাই ধ্বংস হয়ে যায়। সপ্তাহের শুরুতে জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মার্কিন রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনা এখন যেন আরও তুঙ্গে নিয়ে যাচ্ছেন কমালা এবং ট্রাম্প। কমালার পক্ষে বাইডেনের সমর্থনের পরই ট্রাম্প এবং কমালা একে অপরকে লক্ষ্য করে রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছেন। এতে অবশ্য সমর্থকদের মধ্যেও নির্বাচনী আমেজ প্রকট হচ্ছে। বাইডেন এবং ডেমোক্রেট দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাদের সমর্থক পাওয়ার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে কমালা হ্যারিসের নির্বাচনী তহবিলে জমা পড়েছে ১০০ মিলিয়ন ডলারের বেশি। দ্রুত এই তহবিলের আকার বৃদ্ধি পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে দুই পয়েন্ট বেশি লিড নিয়ে এগিয়ে রয়েছেন কমালা। তার বর্তমান পয়েন্ট ৪৪ শতাংশ, পক্ষান্তরে ট্রাম্পের পয়েন্ট ৪২ শতাংশ।
মঙ্গলবার মিলওয়াকি শহরের একটি স্কুলে নির্বাচনী সমাবেশে অংশ নেন কমালা হ্যারিস। সেখানে তিনি তার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘সকল অপরাধীর খবর আমার কাছে আছে। তারা নারীদের সঙ্গে বাজে আচরণ করেছে।’ ট্রাম্পকে লক্ষ্য করে কমালা আরও বলেন, ‘তিনি প্রতারক- তারা নিজের লাভের জন্য ভোক্তাদের সঙ্গে নিয়ম ভঙ্গ করেছেন। সুতরাং আমি যখন ট্রাম্পের বিরুদ্ধে বলি তখন আমি ট্রাম্পের ধরন জানি।’ প্রচার সমাবেশে কমালা আরও বলেন, ‘আমি আপনাদের অঙ্গীকার করছি, আমি ট্রাম্পের বিরুদ্ধে ভূমিধস বিজয় অর্জন করবো।’ এই বক্তৃতার পর উপস্থিত সমর্থকরা কমালা, কমালা বলে স্লোগান দেন এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে কমালাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প এমন মন্তব্য করেন।
পাঠকের মতামত
হিলারি ক্লিন্টনকে মনোনয়ন দেয়া যেতে পারে!
তাকে মনোনয়ন দেয়া হবে আরেকটি ভুল । তবে ট্রাম্প নিগেটিভ ভোট গুলূই তার শেষ ভরসা হতে পারে ।