ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

চিকিৎসার জন্য ব্যাংককে শান্ত চট্টগ্রাম যাচ্ছেন লিটনরা

স্পোর্টস রিপোর্টার
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ঢাকার পরিবর্তে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে চট্টগ্রামে। গতকালই এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজকে সামনে রেখে ২১শে জুলাই মিরপুর শেরেবাংলা মাঠে ক্যাম্প শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত  দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত বদল করা হয়।  যে কারণে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটাররা আজই চট্টগ্রামে যাচ্ছেন। মুশফিকুর রহীম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদরা আগেই ছিলেন সেখানে এইচপির সঙ্গে অনুশীলনে। এবার সেখানে লিটন কুমার দাস, সৌম্য সরকারসহ যোগ দিচ্ছে আরো ৯ ক্রিকেটার। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে যেতে পারছেন না। বিসিবি’র একটি সূত্র জানিয়েছে নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন টাইগার অধিনায়ক। সেখান থেকে তিনি ফিরে যোগ দেবেন দলের সঙ্গে। অন্যদিকে প্রধান কোচকেও শুরুতে পাচ্ছেন না টাইগাররা। তিনিও পারিবারিক কারণে রয়েছেন অস্ট্রেলিয়ায়। স্ত্রী সুস্থ হলে এই মাসের শেষ দিকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। দৈনিক মানবজমিনকে তিনি জানিয়েছেন, ‘প্রধান কোচের স্ত্রী অসুস্থ, সব কিছু ঠিক থাকলে তিনি এই মাসের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন।’ 
অন্যদিকে শান্তর ব্যাংকক যাওয়ার বিষয়ে বিসিবি’র সূত্র জানায়, ‘তেমন কোনো মসস্যা নেই শান্তর, নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে অনুশীলনে যোগ দেবেন।’ আগামী ২৫শে আগস্ট পাকিস্তান সফরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। তাই এই সফরে যাওয়ার জন্য খুব একটা প্রস্তুতির সময়ও নেই টাইগারদের হাতে। এইচপির সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করলেও সম্ভাব্য টেস্ট দলকে নিয়ে কোটা আন্দোলনের কারণে এক সঙ্গে অনুশীলনে শুরু করা সম্ভব হয়নি। এখনো ঢাকায় কারফিউ চলছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে থাকলেও সুবিধার কারণে চট্টগ্রামেই শেষ পর্যন্ত অনুশীলনের সিদ্ধান্ত। সেখানেই নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে খেলবেন তারা লাল বলে প্রস্তুতি ম্যাচ। পাকিস্তান যাওয়ার আগে শতভাগ প্রস্তুত হয়েই মাঠে নামতে চাচ্ছে বাংলাদেশ দল। গত ২৫শে মে থেকেই টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে সিলেটে শুরু হয় বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। এরপর ঈদের ছুটির পর চট্টগ্রামে শুরু হয় ক্যাম্পের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে প্রস্তুতি ম্যাচ খেলে ক্যাম্প শেষ করবেন ক্রিকেটাররা। সেখানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৯টার ফ্লাইটে বন্দর নগরীতে যাবেন ৯ ক্রিকেটার। লিটন, সৌম্য ছাড়াও মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তানভীর আহমেদ, শেখ মেহেদী, হামান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিক। তবে পাকিস্তান টেস্টে সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও তিনি অনুশীলন করবেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি!
অন্যদিকে গতকালই চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার কথা এইচপি দলের। তাদের অস্ট্রেলিয়া সফরের ফ্লাইট ২৮শে জুলাই। তবে চট্টগ্রামে যারা আছেন তাদের মধ্যে  ভাগ হয়ে আগামীকাল থেকে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা। এরপর ২৯শে জুলাই শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর কয়েক দিনের বিরতির পর আগামী ৪ঠা আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। সব ঠিক থাকলে আগামী ৬ই আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর আগামী ১৭ই আগস্ট বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলার কথা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ২১শে আগস্ট শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০শে আগস্ট। বাংলাদেশ দল সবশেষ টেস্ট খেলেছে গত এপ্রিলে, শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরে সমালোচিত হয়েছিল টাইগাররা। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লীগের মতো দুটি সাদা বলের ঘরোয়া টুর্নামেন্ট খেলে লাল বলের ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট।  তাই  জানা গেছে ঘাটতি পূরণে, পাকিস্তানে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দুটিতে থাকবেন টেস্ট দলের সম্ভাব্য অনেকেই। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status