অনলাইন
অলিম্পিকের আগে এক অন্য ঘটনায় নজরে প্যারিস
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ২৪ জুলাই ২০২৪, বুধবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

শুরু হতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। গোটা বিশ্বের নজর থাকবে প্যারিসের দিকে। কিন্তু তার আগেই প্যারিসের বুকে ঘটে গেলো এক অনভিপ্রেত ঘটনা। এক অস্ট্রেলীয় নারীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ আফ্রিকানের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই অভিযোগকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে প্যারিসের আইন শৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়ে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই নারী পিগালে জেলার একটি কাবাবের দোকানে আশ্রয় নিয়েছিলেন, তার পোশাক আংশিক ছেঁড়া ছিল। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন যে তদন্তকারী অফিসাররা বিষয়টিকে "গণধর্ষণ" হিসাবে বিবেচনা করছেন। ওই নারী দাবি করেছেন, তাঁকে পাঁচজন আফ্রিকান পুরুষ ধর্ষণ করেছেন। নির্যাতিতাকে দেখা যায় সকলের কাছে সাহায্য চাইতে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তদের একজন সেই নারীকে ধাক্কাও দিচ্ছেন দোকানটিতে ঢুকে। এর পরই নির্যাতিতা সকলের কাছে যুবকটিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতেই একজন ওই আফ্রিকানের মুখে ঘুসি মারেন। কাবাবের দোকানের মালিক জানিয়েছেন, নির্যাতিতা সেখানে ঢুকে কাঁদতে শুরু করেছিলেন। পরে প্যারিস পুলিশে অভিযোগও জানিয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোটা ফ্রান্সেই তোলপাড় ফেলে দিয়েছে এই ঘটনা। শুক্রবার থেকে শুরু হতে চলা অলিম্পিকের আগে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিশাল পুলিশ মোতায়েন রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। সেন নদীর চারপাশে সশস্ত্র প্রহরীদের টহল দিতে দেখা গেছে। প্যারিসকে বিভিন্ন জোনে বিভক্ত করে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। যে কেউ আইফেল টাওয়ার সহ নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করতে চাইলে পুলিশ দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্মে একটি বিশেষ গেম পাসের জন্য আবেদন করতে হবে। এসবের মাঝেই অস্ট্রেলীয় তরুণীর ওপর নির্যাতনের খবরে তোলপাড় পড়ে গেছে ফ্রান্সে।
সূত্র: বিবিসি