প্রথম পাতা
‘সেনা মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে’
স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এই তথ্য জানায়। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনে উপস্থিত সকলের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনী মোতায়েন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে সেনাবাহিনীকে সহায়তার জন্য তিনি সকলকে বিশেষভাবে অনুরোধ জানান। উল্লেখ্য, দেশব্যাপী ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা দিতে ১৯শে জুলাই রাত ১২টার পর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।