ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

কাল অফিস, ব্যাংক, আদালত চলবে ১১-৩টা, কারফিউ শিথিল ৭ ঘণ্টা

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন

mzamin

ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ বহাল থাকছে বুধবার ও বৃহস্পতিবার। তবে কারফিউ ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অফিস, ব্যাংক ও আদালত কাল খুলছে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ব্যাংকও চলবে ১১টা থেকে ২ টা পর্যন্ত। কোটা বিরোধী আন্দোলনের কারণে দেশে চলমান কারফিউ’র মধ্যে নির্বাহী আদেশে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, কারফিউ ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বহাল থাকছে বুধবার ও বৃহস্পতিবার। ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ সময়। বাকি জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত নিবেন।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়,  ২৪শে জুলাই ও ২৫শে জুলাই যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হলো। এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা,  হাসপাতাল ও জরুরি সেবা এবং  এ  সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতা বহির্ভুত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস সমূহ এই সময়সূচির আওতা বহির্ভুত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।  এ নির্দেশনার পর ব্যাংক এবং আদালতের কার্যক্রম চলবে বলে জানানো হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status