ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রণক্ষেত্র ফুলপুর, আওয়ামী লীগ অফিস ভাঙচুর, আহত ১০

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

(৮ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৫ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে কোটা সংস্কারের দাবিতে শাটডাউনের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিরার সকাল ১১টায় শিক্ষার্থীদের আন্দোলন মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর বাসস্ট্যান্ডে গিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় ফুলপুর জোড়া ব্রীজ সংলগ্ন স্থানে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুয়া ও রাজাকার স্লোগান দেয়ার সময় তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পৌরসভার আমুয়াকান্দা গ্রামের শিক্ষার্থী রাতুল (১৮) সহ প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলা আওয়ামী লীগ অফিস ও ছাত্রলীগ সভাপতির অফিস ভাঙচুর করেন। এসময় কয়েকটি মোটরসাইকেল, সিএনজি, রাস্তার ডিভাইডার ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এতে পৌর এলাকার মেইনরোড সংলগ্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে রাস্তায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ফুলপুর থানার ওসি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status