ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

পর্তুগাল মাতাতে আসছেন কণ্ঠ শিল্পী আসিফ আকবর

অনলাইন ডেস্ক

(৫ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সাগর কন্যার দেশ পর্তুগালের লিসবন শহর মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এবং ‘ও প্রিয়া তুমি কোথায়’- গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা কণ্ঠ শিল্পী আসিফ আকবর। পর্তুগালে এটাই তার প্রথম সফর। পর্তুগালের রাজধানী লিসবনের লিসবোয়া এও ভিভো কনসার্ট হলে আগামী ২৪শে জুলাই গান গাইবেন তিনি।

কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু ও সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু। তিনি জানান, কুমিল্লার কৃতি সন্তান গানের জাদুকর আসিফ আকবর পর্তুগাল আসবেন আগামী ২৩শে জুলাই। লিসবোয়া এও ভিভো কনসার্ট হলে ২৪শে জুলাই (বুধবার) কনসার্টটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ১৫০০ জন দর্শক ধারণ ক্ষমতার হলটিতে তিনটি ক্যাটাগরিতে টিকিট ভাগ করা হয়েছে, যার মধ্যে ২০০ টিকিটের ভিআইপি মূল্য ২৫ ইউরো। গোল্ডেন সার্কেল টিকিটের মূল্য ১৫ ইউরো ও সাধারণ আসন, যার মূল্য ১০ ইউরো। সোমবার থেকে লিসবনের কন্টিনেন্টালের যেকোনো ওয়ার্টনের শো-রোমে অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে। শিশুদের ক্ষেত্রে ৬ বছরের নিচে প্রবেশ গ্রহণযোগ্য নয়।

আসিফ আকবর সংগীতের তার ভরাট কণ্ঠের জন্য বিশ্বের সকল বাংলাভাষাভাষীর মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। স্টেজ ও অডিওতে তার গান শুনে মোহিত হয়েছে হাজারো শ্রোতা। সেই ধারাবাহিকতায় পর্তুগালের লিসবন শহর মাতাতে আসছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। পর্তুগালের প্রবাসীরা তার গান শোনার অপেক্ষায়।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসের, সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল কবির সরকার শিমুল, সহ- সমাজ কল্যাণ সম্পাদক প্রান্ত সাহা, সদস্য শরীফুল ইসলাম।

 


 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status