বাংলারজমিন
মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৪
মাদারীপুর প্রতিনিধি
(৯ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সামিয়া আক্তার (১৮), তানজিলা (১৮) ও কাজী আল আমিন (২২)। অন্যজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। জানা যায়, সকাল ১০টার দিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিশোঠা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশকে নিরব ভূমিকায় থাকতে দেখা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্ররা আহতের বিষয়টি তিনি অবগত নন বলেও জানান।