ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক চান না শরিফুল-হৃদয়

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, বুধবার
mzamin

কয়েকদিন জুড়ে চলা কোটা সংস্কারের দাবি- আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। যেখানে শত শত শিক্ষার্থী আহত হয়। এরপর অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়ে প্রতিক্রিয়া দেখান জাতীয় দলের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়। 
দু’জনই বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লীগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। সেখান থেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন তারা। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলে খেলা শরিফুল লেখেন, ‘আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর  রক্ত ঝরুক।’ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হৃদয়। ফলে নিজের কলেজের সহপাঠীদের ওপর হামলায় তিনি আরও বেশি মর্মাহত। হৃদয় এক স্ট্যাটাসে লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি, আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হৃদয়। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হৃদয় এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩০টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন। এলপিএলের এ মৌসুমে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status