ঢাকা, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নাগেশ্বরীর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন চেয়ারম্যান সাহাদত হোসেন মণ্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য লিখিত অভিযোগ করেছেন। তবুও রহস্যজনক কারণে তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। 
ইউপি সদস্যের অভিযোগ সূত্রে জানা গেছে, কচাকাটা ইউনিয়ন চেয়ারম্যান সাহাদত হোসেন মণ্ডল ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দকৃত উন্নয়ন কাজের জন্য সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। ৬নং ওয়ার্ডের জালির চর ইউসুফের বাড়ি সংলগ্ন ইউড্রেন নির্মাণ, মধ্য সরকারটারি জামে মসজিদের অজুখানা নির্মাণ, ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে গাইডওয়াল নির্মাণ, ইসলামপুর নূরানী মাদ্রাসার লেট্রিন নির্মাণ, ২নং ওয়ার্ডের সরোয়ার তল বেলালের বাড়ির দক্ষিণে কালভার্ট নির্মাণ, ৬নং ওয়ার্ডের জালির চরে বেড়িবাঁধ নির্মাণ, ৫নং ওয়ার্ডের বটতলা বাজার থেকে শফিকুলের দোকান পর্যন্ত রাস্তা নির্মাণের বরাদ্দকৃত টাকা কাজ না করে আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদের উন্নয়নে সহায়তা তহবিল দ্বারা বাস্তবায়নকৃত জামানতকৃত অর্থ (রিটেশন মানি) প্রকল্প চেয়ারম্যান ও ঠিকাদারকে না জানিয়ে টাকা তুলিয়ে নিজের পকেটস্থ করেছেন ইউপি চেয়ারম্যান।  অভিযোগে আরও উল্লেখ্য করেছেন, ঈদে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের সময় ভুয়া মাস্টাররোল দেখিয়ে ভিজিএফ’র চাল প্রথম থেকেই আত্মসাৎ করে আসছেন। এ নিয়ে ৩০শে এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাবি করে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেন। এরপর তার ঘনিষ্ঠ কয়েকজন চেয়ারম্যানকে নিয়ে ইউপি সদস্যের সঙ্গে সমঝোতা চেষ্টা করে ব্যর্থ হয়। ইউপি সদস্যরা মৎস্য কার্যালয়ে আবেদনের সাক্ষী দিতে আসলে তার আগেই চেয়ারম্যানের লোকজন সকল মেম্বারকে নিয়ে এক প্রভাবশালী নেতার কার্যালয়ে সমঝোতার জন্য বসেন। ঘণ্টাব্যাপী আলোচনার পর সমঝোতা হলে ইউপি সদস্যরা আপস মীমাংসার সমঝোতা কাগজের স্বাক্ষর দিয়ে ইউএনও অফিস ও মৎস্য অফিসে দাখিল করেন। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান শাহাদত হোসেন মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status