অনলাইন
কোটা বিরোধী আন্দোলন
কাল সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৯ অপরাহ্ন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে এবং শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এদিকে ‘বৈষম্যমূলক কোটাব্যবস্থার সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে’ বিবৃতিতে দিয়েছে ছাত্রদল। এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই বক্তব্যে অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় বলেন, নির্দলীয় নেতৃত্বে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছাত্রদল পুনরায় পূর্ণ সংহতি ঘোষণা করছে। পাশাপাশি তারা আন্দোলনরত সকল শিক্ষার্থীকে মেধাবিরোধী কোটা ব্যবস্থার মূল উৎসসমূলে ধ্বংস করতে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, লুটপাট-দুর্নীতি ও লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান।
তারা বলেন, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, ক্যাম্পাসের মলচত্বর, হলপাড়াসহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মতো বর্বর হামলা চালাচ্ছে এবং যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছে। ছাত্রলীগের এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
পাঠকের মতামত
তোরা দুধভাত তোরা ঘরে থাক রাস্তায় আসলেই মাইর খেয়ে লেজ গুটিয়ে পালাবি
আপনাদের মতো ছাত্রদল থাকা আর না থাকা...........
সময় শেষ হলে আপনারা মাঠে নামেন।
ছাত্র দলের উচিত জামাত শিবির সহ সবাইকে সাথে নিয়ে ছাত্র লীগকে দাঁত ভাংগা জবাব দেয়া.
অবস্থান জানানোর দরকার নেই জনাব ছাত্রদল। আপনার অবস্থান পরিষ্কার। আপনারা ছাত্রদের সাথে নেই । দুঃখ পেলেও খুশি হলাম জেনে যে সাধারণ মানুষের অধিকার কোনোদিন রাজনৈতিক দল রক্ষা করতে আসেনি। শুধু শুধু আপনারা সংগঠনের নামে যুক্ত করে দিয়েছেন "ছাত্র"।
Apnara bibriti diei daitto dekhan. Shadharon satroder pashe daran