ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

এমপি আসবেন তাই প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের

ইসাহাক আলী, নাটোর থেকে
১৫ জুলাই ২০২৪, সোমবার
mzamin

মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালিতে যোগ দিবেন সংসদ সদস্য। তবে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনুষ্ঠানে যোগ দিতে আসা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সকলকে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে যোগ দিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সূচি অনুযায়ী সাড়ে ৮টার মধ্যেই সবাই উপস্থিত হন। মানববন্ধন শেষে ৮টা ৪৫ মিনিটে র‌্যালি হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী না আসায় তীব্র রোদে এক ঘণ্টা মানববন্ধনে দাঁড়িয়ে থাকেন শিক্ষার্থীসহ আগত সকলে। একপর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় গিয়ে অবস্থান নেয় অনুষ্ঠানে আসা বেশ কয়েকজন ছাত্রী। পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্ভোধন করেন প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

অভিভাবক ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন, গরমে যেখানে দুর্বিষহ অবস্থা, সেখানে শিক্ষার্থীদের তীব্র রোদে দাঁড় করিয়ে রাখার যৌক্তিকতা কতোটুকু?
দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়ন্তী কর্মকার বলেন, স্কুল থেকে এখানে আসছি, প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে। তাই এখানে এসে বসেছি।
আরেক ছাত্রী বলেন, মাইকে বলছে প্রধান অতিথি আসলেই র‌্যালি শুরু হবে। অনেকক্ষণ হলো এখনো আসেনি। প্লাবণ নামে আরেক শিক্ষার্থী বলেন, সকাল ৮টায় এখানে এসেছি। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। প্রচুর রোদ তবুও দাঁড়িয়ে আছি, কিন্তু প্রধান অতিথি আসছেন না।

গণমাধ্যমকর্মী সোহেল রানা বলেন, প্রোগ্রাম কভার করতে সকাল ৮টা ২০ মিনিটে এসেছি। এখন সাড়ে ৯টা বাজলেও এমপি মহোদয় আসেনি। গরমে এমন অবস্থা যেন মাথা ঘুরে পড়ে যাবো। দায়িত্বশীলদের প্রোগ্রামে সময় মেইনটেইন করা দরকার বলে মনে করি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান বলেন, আমাদের প্রোগ্রামের সময় এখনো আছে, সময় অতিক্রম করিনি। আরও কিছু লোক আসবে। প্রধান অতিথির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আসলেই র‌্যালি শুরু হবে।’

এ বিষয়ে জানতে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা দাঁড়িয়ে কেন থাকবে এটা তো মাদকদ্রব্যের অনুষ্ঠান। এটা করে থাকলে তারা অন্যায় করেছে। আমার জানা ছিল না যে, কোনো শিক্ষার্থী সেখানে ছিল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status