ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জ্যোতিষ সভাপতি ও অভিজিৎ সম্পাদক

মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৫ জুলাই ২০২৪, সোমবার

ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের  ৩০তম কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জ্যোতিষ মোহন্তকে সভাপতি, অভিজিৎ শর্মাকে সাধারণ সম্পাদক ও মো. আরিফুল হক জনিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম। গতকাল দুপুরে মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজনগর উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক। উদ্বোধন শেষে র‌্যালি বের হয়ে মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে পৌরসভার মিলনায়তনে এসে শেষ হয়। এরপর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্তের সঞ্চালনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজনগর উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক উদ্বোধনী বক্তব্য রাখেন। 
বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগিব নাঈম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এসএম শুভ, জাতীয় পরিষদ সদস্য রিদোয়ান পর্ব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, উদীচীর জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রমাপদ ভট্টাচার্য যাদু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া, সিপিবি শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহকারী সম্পাদক ঝিনুক এষ চৌধুরী, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন এবং স্বাগত বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর শাখার সভাপতি আরিফুল হক জনি এবং ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের কোষাধ্যক্ষ অভিজিৎ শর্মা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status