বাংলারজমিন
ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, সোমবার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজাদ মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলার মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। জরিমানা হওয়া আজাদ মিয়ার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে ব্রহ্মপুত্র নদের মির্জাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে পাকুন্দিয়া এসিল্যান্ড মামুন সরকার পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বালুভর্তি একটি ট্রলার আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলারে থাকা বালু ব্যবসায়ী আজাদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের নাজির মো. মাহবুব আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।