বাংলারজমিন
লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার মারুফ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
(১১ মাস আগে) ১৪ জুলাই ২০২৪, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

দাউদকান্দির সন্তান ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং হাইকোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ড. খন্দকার মারুফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। রাজনৈতিক কারণে আগ থেকেই সেখানে অবস্থান করছেন তারেক রহমান। সেই সূত্রেই কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সাক্ষাতে তারেক রহমান মারুফ হোসেনের বাবা ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র ও প্রভাবশালী সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের খোঁজ নেন এবং তার শারীরিক অবস্থারও খবর নেন। পরে তারা দেশের ও বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করেন। এবং দাউদকান্দিসহ কুমিল্লার সামগ্রিক রাজনীতি নিয়েও উভয় নেতা আলাপ করেন।