খেলা
আরও ৭ জনকে দলভুক্ত করলো আবাহনী
স্পোর্টস রিপোর্টার
১২ জুলাই ২০২৪, শুক্রবারআরও ৭ ফুটবলারের নিবন্ধন সম্পন্ন করলো আবাহনী লিমিটেড। আগামী মৌসুমের জন্য শুরুতে ১৪ জন স্থানীয় খেলোয়াড়কে দলভুক্ত করেছিল শিরোপাপ্রত্যাশী ক্লাবটি। প্রথম দিকে আবাহনীতে যোগ দেয়া সবাই ছিলেন অন্য দল থেকে আসা। নতুন ৭ জন গত মৌসুমেও খেলেছেন আবাহনীতে। তিন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, রবিউল ইসলাম ও পাপন সিংহ, গোলকিপার শামীম হোসেন, দুই ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু ও শাকিল আহমেদকে এবারও ঐতিহ্যবাহী আকাশী-নীল শিবিরে দেখা যাবে। এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয় খেলোয়াড়দের নিবন্ধন মোটামুটি শেষ করে এনেছি। আর দুয়েকজন নেবো। কয়েক দিনের মধ্যে বিদেশি খেলোয়াড়ও নিশ্চিত হবে।’ বিদেশি খেলোয়াড়দের মধ্যে এক মৌসুম আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর খেলা প্রায় নিশ্চিত। আবাহনীতে ৪ জন খেলোয়াড় এসেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। তারা হলেন- দুই ফরোয়ার্ড জাফর ইকবাল ও শাহরিয়ার ইমন এবং দুই ডিফেন্ডার কামরুল ইসলাম ও হাসান মুরাদ। বসুন্ধরা কিংস থেকে এসেছেন ইয়াসিন আরাফাত। শেখ রাসেল থেকে এসেছেন বর্তমানে জাতীয় দলের নাম্বার ওয়ান গোলকিপার মিতুল মারমা। সঙ্গে রয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব থেকে একই পজিশনে খেলা মাহফুজ হাসান প্রীতম, ডিফেন্ডার শাকিল হোসেন। আছেন ফরোয়ার্ড সারোয়ার জামান নিপুও। তাছাড়া অভিজ্ঞ ইয়াসিন খানও এবার আকাশী-নীল জার্সির তাবুতে থাকবেন। রয়েছেন শাহিন আহমেদ। ফর্টিজ থেকে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ও ডিফেন্ডার সবুজ হোসেন এবার আবাহনীতে খেলবেন। পুলিশ ক্লাব থেকে প্রবাসী ফুটবলার মাহাদি ইউসুফ খানও এবার আবাহনীতে যোগ দিয়েছেন। আগামী ১৯শে সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়।