ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

১০ লাখ বেড়ে ক্রীড়ায় সরকারি অনুদান ৩৬ কোটি

স্পোর্টস রিপোর্টার
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবারmzamin

ক্রিকেট বাদে দেশের বাকি সকল ফেডারেশনই আর্থিক সমস্যায় জর্জরিত। নতুন অর্থবছরেও তেমন কোনো সুখবর নেই ফেডারেশনগুলোর জন্য। নতুন অর্থ বছরে বরাদ্দ তেমন বাড়েনি। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে নির্বাহী কমিটির সভায় ২০২৪-২৫ অর্থবছরে ক্রীড়া সংস্থা মঞ্জুরি খাতে ৩৬ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়। গত অর্থ বছরে এই অঙ্ক ছিল ৩৫ কোটি ৯০ লাখ টাকা। মাত্র ১০ লাখ টাকা বেড়েছে। এই ৩৬ কোটি টাকা ফেডারেশন, জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালন, খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ সব কিছু মিলিয়ে ব্যয় করা হবে। ক্রীড়াঙ্গনের মানোন্নয়নের জন্য এই বাজেট একেবারে অপ্রতুল। সেটা ভালোভাবেই জানেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফেডারেশনগুলোকে তিনি আশ্বস্ত করে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে আমরা একটা চাহিদাপত্র দিয়েছি। সেই চাহিদাপত্রের কতটুকু পূরণ হবে জানি না। সেখান থেকে কিছু পেলে আমরা ফেডারেশনগুলোকে আরো সাপোর্ট দিতে পারবো।’ ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে দেয়া চাহিদা পত্রে অবশ্য ফুটবল ফেডারেশন নেই। সেটি স্পষ্টভাবেই বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। তিনি বলেন, ‘অন্য সব ফেডারেশন মিলিয়ে যা চাহিদা। ফুটবলে একাই সেই চাহিদা। ফুটবলের সঙ্গে আরেকবার বসে আলোচনায় বসে ঠিক করতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই সাবলম্বী। তাই জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সরকারি অনুদান ক্রিকেট বোর্ড গ্রহণ করে না। ফুটবল ফেডারেশন সর্বোচ্চ ২৭ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। ফুটবল ফেডারেশনের চেয়ে ৬০ হাজার কম হকি ফেডারেশন। সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং দ্বিতীয় সর্বোচ্চ ২৫ লাখ। ২০ লাখ টাকার ওপরে রয়েছে মহিলা ক্রীড়া সংস্থা, ভলিবল ফেডারেশন। টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স,  বাস্কেটবল, ব্যাডমিন্টন ১৫ লাখের আশেপাশে। ফেডারেশনগুলো অনেক কষ্টে বিদেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সরকার থেকে আর্থিক সহায়তা সব সময় পায় না। ২০২৩ সালে ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্টের সফরে ক্রীড়া মন্ত্রণালয়/ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রেরণের আবশ্যকতা করা হয়েছে। বাস্কেটবল, হ্যান্ডবলের মতো ছোট ফেডারেশনের উপর সরকারি কর্মকর্তা সওয়ার হলেও ফুটবল, ক্রিকেটে ততোটা প্রয়োগ নেই। জাতীয় ক্রীড়া পরিষদে গতকালের নির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব ছাড়াও সাধারণ কিছু বিষয় আলোচনা হয়েছে। সম্প্রতি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দাবা খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদে চিকিৎসক নেই পাঁচ বছর। যুব ও ক্রীড়া মন্ত্রী এই বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন,‘ চিকিৎসক অবশ্যই দ্রুততার সঙ্গে নিয়োগ হবে।’ জাতীয় ক্রীড়া পরিষদের সভায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুল’ নামকরণের প্রস্তাব উঠেছিল। আরেকটি প্রস্তাবনা ছিল বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন ‘অ্যামেচার ’ শব্দটি বাদ দেয়ার দাবি জানিয়েছিল। এই দু’টি বিষয় আলোচনা হলেও আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য কার্যবিবরণী অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।  গতকালের সভায় আলোচ্যসূচিতে না থাকলেও নামসর্বস্ব অ্যাসোসিয়েশন-ফেডারেশন নিয়ে নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের যথাযথ উত্তর জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা সেভাবে দিতে পারেননি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status