অনলাইন
চট্টগ্রামে শিক্ষার্থীদের রেল অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে চট্টগ্রামে রেল অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা ২৫ মিনিট থেকে নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইন আটকে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, ময়মনসিংহ, সিলেট, কক্সবাজারের ট্রেন আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও রেলওয়ের কর্মকর্তারা একে সিডিউল বিপর্যয় বলছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজে শিক্ষার্থীরা নগরের দেওয়ানহাট এলাকায় রেলপথ দখল করে বিক্ষোভ করছেন কয়েক হাজার শিক্ষার্থী।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘নাতিপুতি কোটা নির্মূল করো’; ‘পোষ্য কোটার কবর দে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর একদিন পর আজ বুধবার আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।