অনলাইন
বাংলা ব্লকেড
বাকৃবিতে আবারও রেলপথ অবরোধ
বাকৃবি প্রতিনিধি
(১১ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৫ অপরাহ্ন

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশে চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবারও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনটি অবরোধ করেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, বুধবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেন। এসময় তারা রেললাইন অবরোধ করে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা ব্লকেডের অংশ হিসেবে সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ রাখার দাবিতে ওই আন্দোলন করছেন তারা।