অনলাইন
বৃটেনের হাউজিং, কমিউনিটিজ এন্ড লোকাল গভর্নমেন্ট মন্ত্রী হলেন রুশানারা আলী
আরিফ মহফুজ, লন্ডন থেকে
(৮ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৮ অপরাহ্ন

যুক্তরাজ্যের নব গঠিত লেবার সরকারের মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ এমপি রুশনারা আলী। তাঁকে হাউজিং, কমিউনিটিজ এন্ড লোকাল গভর্নমেন্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সদ্য সম্পন্ন হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনাল গ্রীন এন্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে পঞ্চমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন রুশনারা আলী।
লেবার সরকার গঠন করার পরপরই জল্পনা কল্পনা ছিল স্টারমারের মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বৃটিশ বাংলাদেশি কেউ একজন। কিন্তু প্রথম কেবিনেট মন্ত্রীদের তালিকায় কেউ স্থান পাননি , সর্বশেষ বৃটিশ মন্ত্রী পরিষদে ইতিহাসের প্রথম মন্ত্রী হলেন বৃটিশ বাংলাদেশি দুই এমপি । টোরি সরকারের আমলে রুশনারা আলী যুক্তরাজ্যে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পাঠকের মতামত
Good luck to him.
Congratulations