ভারত
‘আমি জঙ্গি নই, আমাকে মুক্তি দেয়া হোক'
মানবজমিন ডিজিটাল
(৬ মাস আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫২ অপরাহ্ন
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর সিবিআইয়ের জালে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দুই কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি চাপে জেল থেকে মুক্তির পথ খুঁজতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। সিবিআইয়ের হাত থেকে জামিন পেতে নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদনে সিবিআইয়ের গ্রেপ্তারিকে অনৈতিক বলে অভিযোগ তোলার পাশাপাশি তার দাবি, ‘আমি জঙ্গি নই। আমাকে মুক্তি দেয়া হোক। সিবিআইয়ের গ্রেপ্তারি ‘বেআইনি’। চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । হেফাজতে থাকাকালীন এইভাবে কোনও তদন্তকারী সংস্থা একই মামলায় একই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে না বলে কেজরিওয়ালের দাবি। সেই মামলাতেই এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। আগামী ১৭ জুলাই এই মামলার শুনানি হতে চলেছে আদালতে। যদিও আদালতের তরফে জানানো হয়, আবেদনকারী নিম্ন আদালতে না গিয়ে জামিনের আর্জি নিয়ে সোজা হাইকোর্টে এসেছেন ফলে আগে এই আবেদনের শুনানি হবে। কেন তাকে জামিন দেয়া যাবে না আগামী এই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে সিবিআইকে। আদালতে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “ইডির মামলায় নিম্ন আদালতে জামিন পেয়েছেন কেজরিওয়াল। এর পরই সিবিআই গ্রেপ্তার করে তাকে। উনি কোনও দাগি অপরাধী বা জঙ্গি নন, উনি শুধু অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানাচ্ছেন।” এর প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, ‘উনি গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আগেই আবেদন করেছেন যে মামলা এখনও বিচারাধীন। ফলে উনার জামিনের আবেদনের শুনানি নিম্ন আদালতে হওয়া উচিত।’
লোকসভা ভোটের প্রায় মাসখানেক আগে গত ২১ মার্চ ইডির হাতে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনের মাঝে তিনি অন্তর্বর্তী জামিনে মুক্ত হন। তবে ভোট শেষেই তাকে আবার জেলে ফিরে যেতে হয়। এরই মধ্যে ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তার বিরোধিতা করে এবং জামিনের নির্দেশে স্থগিতাদেশ চায়।
সূত্র : হিন্দুস্থান টাইমস