ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

তারুণ্য, নতুন মুখ ও নারীদের গুরুত্ব

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৮ জুন ২০২৪, শুক্রবারmzamin

সম্মেলনের প্রায় ১৯ মাস পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। গত বুধবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ পায়। গতকাল বিকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন কমিটির নেতারা। কমিটিতে বয়সে তরুণ এবং নতুন মুখের আধিক্য রয়েছে বলে জানান দলের কর্মী-সমর্থকরা। এ ছাড়া নারীদেরও গুরুত্ব দেয়া হয়েছে। বেশ কয়েকটি পদে স্থান পেয়েছেন তারা। আগের কমিটির বিতর্কিতদের কয়েকজন বাদ পড়েছেন এই কমিটি থেকে। বিএনপি চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান এই কমিটিতে উপদেষ্টা পদ পেয়েছেন। গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। অবশ্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েকদিন পর তিনি আওয়ামী লীগে যোগ দেন।

বিজ্ঞাপন
জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০২২ সালের ১২ই নভেম্বর। সম্মেলনের দিন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদ ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সাধারণ সম্পাদক আল মামুন সরকার। সম্মেলনের প্রায় একবছর পর ২০২৩ সালের অক্টোবরে মারা যান সাধারণ সম্পাদক আল মামুন সরকার। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সম্মেলনে ঘোষিত যুগ্ম সাধারণ সম্পাদক-১ মাহবুবুল বারী চৌধুরী মন্টু। পূর্ণাঙ্গ কমিটিতে ৩ যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মাহবুবুল আলম খোকন, আবদুল হান্নান রতন ও এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। জেলা কমিটির এ ধরনের পদে এই প্রথম কোনো নারী স্থান পেয়েছেন। এ ছাড়াও কমিটির উপদেষ্টা, সহ-সভাপতি, সম্পাদকীয় ও সদস্য পদে আরও বেশ কয়েকজন নারীকে স্থান দেয়া হয়েছে। কমিটির ১ নম্বর সদস্য জেলার ৪ সংসদীয় আসন (কসবা ও আখাউড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, ২য় সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়ার) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, সাবেক নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী সদস্য পদে রয়েছেন। ১১ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন মো. হেলাল উদ্দিন, মো. হেলাল উদ্দিন (পুনিয়াউট), পৌরসভার মেয়র নায়ার কবির, সৈয়দ মিজানুর রেজা, কামরুজ্জামান আনসারী, সোমেশ রঞ্জন রায়, গোলাম মহিউদ্দিন খোকন, মো. শাহজাহান আলম সাজু, ডাক্তার আবু সাইদ, প্রিন্সিপাল আবুল খায়ের, কাজী হারিসুর রহমান। আইন বিষয়ক সম্পাদক মফিজুর রহমান বাবুল, কৃষি ও সমবায় সম্পাদক এমবি কানিজ, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. আনার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক বাবুল, দপ্তর সম্পাদক মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, বন ও পরিবেশ সম্পাদক মো. শাহআলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা সিদ্দিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট শাহনুর ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক নুরুন্নাহার, শিল্প ও বাণিজ্য সম্পাদক স্বপন রায়, শ্রম সম্পাদক মোশতাক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার ডিউক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মহসীন, তানজিল ও সৈয়দ এখতেশামুল বারী তানজিল, উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ হাজী মো. মহসীন মিয়া। কমিটির ৩৬ সদস্যের মধ্যে আরও রয়েছেন হাজী মো. মুসলিম মিয়া, জহিরুল ইসলাম ভূঁইয়া, আল আমিনুল হক, অধ্যক্ষ জয়নাল আবেদীন, এমএএইচ মাহবুব আলম, জায়েদুল হক, ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, আবুল হোসেন, এডভোকেট লোকমান হোসেন, এডভোকেট বাকির উদ্দিন, মোর্শেদ কামাল, আবুল আব্বাস, মাহমুদুর রহমান জগলু, সায়েদুজ্জামান আরিফ, এডভোকেট রাশেদুল কাওসার জীবন, সিরাজুল ইসলাম, এডভোকেট শিব শংকর দাস, গোলাম মোস্তফা, সৈয়দ নজরুল ইসলাম, সেলিম রেজা হাবিব, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, হাজী বাবুল মিয়া, ডাক্তার আশীষ চক্রবর্তী, মিনারা আলম, জাহাঙ্গীর আলম, নাজির মিয়া, হাসান সারোয়ার, মোবারক হোসেন রতন। উপদেষ্টা পরিষদে রয়েছেন এ্যারমা দত্ত এমপি, এডভোকেট আবু আমজাদ, কাজী মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা এডভোকেট মো. আবদুল হাই, আজিজুল হক, মুক্তিযোদ্ধা মো. হেবজু মিয়া, এডভোকেট আবু তাহের, দিলীপ কুমার নাগ, অমৃত লাল সাহা, সুহাস দাশ চৌধুরী. রেহেনা বেগম রানী, মমতাজ বাশার, সুভাষ পাল, মিজানুর রহমান, আবদুল আউয়াল, এমএ তাহের, এ কে একরামুজ্জামান ও বোরহান উদ্দিন।     
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status